English

30 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
- Advertisement -

চাকরিজীবী নারী যাতে চাকরিজীবী পুরুষকে বিয়ে করতে না পারে, আইন করা দরকার: এমপি বাবলু

- Advertisements -
Advertisements

করোনা মহামারীর ফলে সৃষ্ট বেকার সমস্যা সমাধানে জাতীয় সংসদে অভিনব এক প্রস্তাব দিয়েছেন বগুড়ার স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু। তিনি বলেন, চাকরিজীবী পুরুষ যাতে চাকরিজীবী নারীকে বিয়ে করতে না পারে কিংবা চাকরিজীবী নারী যাতে চাকরিজীবী পুরুষকে বিয়ে করতে না পারে, এরকম একটা আইন করা দরকার।

এতে বেকার সমস্যার সমাধান হবে। আজ সংসদীয় আসন সীমানা নির্ধারণে নতুন আইন পাসের প্রক্রিয়ায় আলোচনায় দাঁড়িয়ে আইনমন্ত্রীর কাছে এমন দাবি জানান তিনি।

Advertisements

বাবলু আরও বলেন, চাকরিজীবী দম্পতি একসাথে কাজ করতে বাইরে গেলে সন্তান গৃহকর্মীর হাতে নির্যাতন হয়। এজন্য আইনটি দরকার। এতে শিশু নির্যাতনও কমবে। পরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “এরকম প্রস্তাব নিয়ে আমি এখান থেকে দুই কদমও হাঁটতে পারবো না। আমি জনপ্রতিনিধি।

বাক স্বাধীনতা আছে। তিনি (বাবলু) স্বাধীনভাবে যা ইচ্ছা তাই বলতে পারেন। আমি যা ইচ্ছা তাই করতে পারি না। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন বাবলু।

1 মন্তব্য

সাবস্ক্রাইব
Notify of
guest
1 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Mizanur Rahman
Mizanur Rahman
2 years ago

যুক্তিযুক্ত কথা বলেছেন একজন এমপি। একজন নারী চাকরিজীবি তার স্বামীর সংসারের জন্য আয় করে পক্ষান্তরে একজন পুরুষ চাকরীজীবি তার বা মা ভাইবোন, স্ত্রী, সন্তান সবার জন্য আয় করে। একজন নারীর চেয়ে একজন পুরুষের চাকরি বেশি প্রয়োজন এবং তাকে অগ্রাধিকার দেয়া উচিৎ।
তাছাড়া আধুনিক যৌতুক লোভী পুরুষরা যৌতুক নেয় না, তবে তারা খুঁজে খুঁজে চাকরিজীবি মেয়ে বিয়ে করে। এটা তাদের লোভ। যা যৌতুকের চেয়েও মারক্তক।

Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন