ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটল। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়ার নাম ঘোষণার মধ্য দিয়ে পরিষ্কার হলো পরিস্থিতি। তিনি সদ্য বিএনপিতে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দেশের আরও ৩৬টি আসনের সঙ্গে এ আসনের প্রার্থীর নাম জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন কয়েকজন হেভিওয়েট রাজনীতিক, যাদের নিয়ে স্থানীয় রাজনীতিতে ছিল ব্যাপক আলোচনা। এর মধ্যেই রেজা কিবরিয়ার বিএনপিতে আকস্মিক যোগদান নতুন সমীকরণ তৈরি করে। বৃহস্পতিবার তার মনোনয়ন ঘোষণার পর সেই আলোচনা-জল্পনারও ইতি হলো।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও হবিগঞ্জ-২ আসনে দলের মনোনীত প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীকেই লড়েছিলেন রেজা কিবরিয়া। এবার তিনি বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। মনোনয়ন পাওয়ার পর সামজিক যোগাযোগমাধ্যমে চেয়ারপারসন খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
হবিগঞ্জ-১ আসনে ভোটার আছেন ৪ লাখ ৬১ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৩ হাজার ১৬ জন এবং নারী ২ লাখ ২৮ হাজার ২৬৮ জন। নির্বাচন কমিশন ইতোমধ্যে ১৭৭টি কেন্দ্র ও ৯০৫টি ভোটকক্ষ চূড়ান্ত করেছে।
