অদ্য ০৪/০৬/২০২৫ ইং জনতা পার্টি বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ে এক যোগদান অুনষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা এর নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে জনতা পার্টি বাংলাদেশে যোগদান করেন। নারায়ণগঞ্জ জেলা জাগপার সভাপতি শাজাহান প্রধান ও আবু সুফিয়ান এর নেতৃত্বে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী জনতা পার্টি বাংলাদেশে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনতা পার্টি বাংলাদেশ এর নির্বাহী চেয়ারম্যান জনাব গোলাম সারোয়ার মিলন। তিনি বলেন, বিকল্প রাজনৈতিক শক্তির উত্থানের জন্যই জনতা পার্টি বাংলাদেশ এর আত্নপ্রকাশ। নারী, শ্রমিক, পেশাজীবী এবং সর্বস্তরের নাগরিকের জীবনমান উন্নয়নে আমরা কাজ করবো। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনতা পার্টি বাংলাদেশ এর মহাসচিব জনাব শওকত মাহমুদ। আগত ও যোগদানকারী নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিগত সময়ের সরকারের দুঃশ্বাসনের জন্য মধ্যবিত্ত পরিবারগুলোর ক্রয় সক্ষমতা হ্রাস পেয়েছে। দেশের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে গেছে। তিনি আরো বলেন, জনতা পার্টি বাংলাদেশে যোগ দেওয়াটা আমি আপনাদের একটি সঠিক সিদ্ধান্ত বলে মনে করি।
যোগদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দলের উপদেষ্টা শাহ মোঃ আবু জাফর, সিনিয়র ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ, ওয়ালিউর রহমান খান, ভাইস চেয়ারম্যান সৈয়দা আজিজুন নাহার, সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ আসাদুজ্জামান, সমন্বকারী নুরুল কাদের সোহেল, যুগ্ম মহাসচিব কাজী মোঃ তৌফিক ইমাম, দপ্তর সম্পাদক মৃধা মোঃ আল-আমিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ শাহ্ মোঃ সোলায়মান, সদস্য নাজমুল হাসান লিমন প্রমুখ।