জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা। ডাকযোগে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।
সিনিয়র নেতাদের যথাযথ সম্মান না দেওয়া, তৃণমূলের কর্মীদের অবমূল্যায়নের অভিযোগ করেছেন সোহেল রানা।
যদিও তার এই পদত্যাগ নিয়ে ভিন্ন কথা শোনা যাচ্ছে, বিশেষ করে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন ঘিরে। উপ-নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন তিনি। তাকে পার্টির কয়েকজন নেতাও নানাভাবে উদ্বুদ্ধ করেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে মনোনয়ন না দেওয়ায় ক্ষুব্ধ হন এই নায়ক।
প্রসঙ্গত, ২০০৯ সালে আকস্মিকভাবে জাতীয় পার্টিতে যোগ দিয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন সোহেল রানা। জাতীয় পার্টির তখনকার চেয়ারম্যান এরশাদের নির্বাচন বিষয়ক উপদেষ্টার দায়িত্বেও ছিলেন তিনি। জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় সভাপতির পদেও সোহেল রানাকে বসানো হয়েছিল। সেই পদও ছেড়েছেন তিনি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/htmo
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন