বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ শতাংশ ভোট পাইলে আমি বলব বাপের বেটা কাম করছে।
শনিবার (২৩ আগস্ট) এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘জামায়াত যদি দেশের ১০ শতাংশ ভোট পায়, আমি বলব বাপের বেটার কাম করছে। কে কী বলল ছোট মুখে বড় কথা, বামন যদি চাঁদ ধরার ইচ্ছা করে আমাকে বলতে হবে বামন চাঁদ ধরে ফেলবে কেন।
জামায়াত কী এই দেশে।’
জামায়াতের এক আমির সম্প্রতি বলেছেন সিলেট বিভাগের সব আসনে জিতবে তারা—এমন প্রশ্নে তিনি বলেন, সিলেট বিভাগে ১৯টা আসন আছে, আমি চ্যালেঞ্জ করলাম তারা একটা সিটে পাস করুক। পাস করলে বলব হ্যাঁ বাপের বেটা তোরা।
জামায়াতে ইসলামীর নেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে ইঙ্গিত করে তিনি বলেন, কুমিল্লার চৌদ্দগ্রামের যে লোকটি এখন বেশি বেশি কথা বলে।
দেখা যাবে এরা কেমনে নির্বাচনে পাস করে।
সংবিধান পরিবর্তন করার অধিকার এখন কারো নেই বলে মন্তব্য করে তিনি বলেন, সংবিধান পরিবর্তনের প্রস্তাবনা হতে পারে। পরিবর্তন করবে তো পার্লামেন্ট। মানুষ যদি জামায়াতের পিআর ভোট সমর্থন করে বেশি ভোট দিয়ে, তখন তারা পিআর করুক।