English

30.7 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

জি এম কাদেরের বিরুদ্ধে এবার বিএনপি নেতার মামলা

- Advertisements -

লালমনিরহাটে ঘটনার সাড়ে ৭ বছর পরে জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জি এম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরসহ ১৯ জনের নামে মামলা করা হয়েছে।

সোমবার (২ জুন) লালমনিরহাট সদর থানায় মামলাটি দায়ের করেন বিএনপি নেতা খলিলুর রহমান। তিনি লালমনিরহাট পৌরসভার সাধুটারী এলাকার অহর উদ্দিনের ছেলে এবং লালমনিরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি।

মামলার এজাহারে সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে বাদী খলিলুর রহমান লালমনিরহাট নেছারিয়া কামিল মাদরাসা ভোট কেন্দ্রে বিএনপি প্রার্থীর মনোনীত পুলিং এজেন্ট ছিলেন।
এ খবরে জাতীয় পার্টির নেতাকর্মীরা ভোট গ্রহণের আগের দিন রাতে তার বাড়িতে গিয়ে শাসন গর্জন করে ভোটকেন্দ্রে না যেতে হুমকি দেন। 

পরদিন ভোট গ্রহণ শুরু হলে বাদী দলীয় প্রার্থীর দেওয়া পুলিং এজেন্টের দায়িত্ব পালন করছিলেন। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের হুকুমে অন্য আসামিরা তাকে মারধর করে। পরে স্থানীয়রা তাকে আহতবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

এ ঘটনায় প্রায় সাড়ে ৭ বছর পরে জি এম কাদেরকে প্রধান করে জাতীয় পার্টির ১৯ জনের নামসহ অজ্ঞাত আরো ২০-৩০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ করেন। লালমনিরহাট সদর থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে।

লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, বাদীর অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/onki
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন