English

27.2 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫
- Advertisement -

ড. ইউনূসের সঙ্গে বিএনপি মহাসচিব যাবেন কেন, প্রশ্ন ফজলুর রহমানের

- Advertisements -

‘ড. ইউনূসের সঙ্গে বিএনপি মহাসচিব যাবেন কেন, জামায়াত আমির তো যায়নি’— এমন প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।

মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন প্রতিক্রিয়া জানান তিনি।

বিএনপি মহাসচিবসহ রাজনীতিকদের নিউইয়র্ক সফরের প্রতিক্রিয়ায় ফজলুর রহমান বলেন, এটা মানুষ সম্ভবত ভালোভাবে দেখে না।

ফজলুর রহমান বলেন, সারা দেশের গুঞ্জন কিন্তু একসঙ্গে কানে আসে। মানুষ কিন্ত জিনিসটাকে ভালোভাবে নিচ্ছে না। কারণ ইউনূস একটা সরকার চালান। এক বছর আগে ইউনূসের যে সুনাম ছিল এখন তা নেই। এখন তিনি সবচেয়ে তলানিতে আছেন। এই তলানির যে ময়লাটা, দুর্নামটা নেওয়ারতো আমার কোনো দরকার নাই। বিএনপির মহাসচিব যাবেন কেন? জামায়াতের আমির বা মহাসচিব তো যান নাই।

তিনি বলেন, এরকম একটা ছেলের (এনসিপির সদস্য সচিব আখতার হোসেন) সঙ্গে উনি (বিএনপি মহাসচিব) সেইম প্রোটোকলে যাবেন কেন? যে ছেলেটার পার্টিটার এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই। এনসিপির একটা ছেলের সঙ্গে কেন যাবেন উনি?

ফজলুর আরও বলেন, ‘মানুষ কিন্ত বুঝে যে বিএনপি কী এতই অসহায় হয়ে গেছে? যে না গেলে একদম ক্ষমতা পামু না। যে যাই দেখি স্যারে যদি একটু দয়া করে। এটা মানুষ মনে করে। আমি কী মনে করি এটার কিছু আসে যায় না। আমি বলবো রাজনীতিতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, এটা বড় সাংঘাতিক জিনিস।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/h3ix
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন