English

20 C
Dhaka
শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬
- Advertisement -

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মাদারীপুর-১ (শিবচর) আসনের স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লার গণসংযোগ

- Advertisements -

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ক্যাম্পেইন চালিয়েছেন মাদারীপুর-১ (শিবচর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা। শনিবার তিনি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর গুলশান , বনানী এলাকায় বিশাল মিছিল ও গণসংযোগ করেন।

প্রচারণাকালে কামাল জামান মোল্লা সাধারণ ভোটারদের উদ্দেশে তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার নির্দেশ দেন।
র্যালিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আপনাদের অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজও আপনারা প্রমাণ করেছেন—আপনারা রাজপথ ছাড়েননি, আন্দোলন-সংগ্রাম থেকে সরে যাননি।”

তিনি আরও বলেন, গুলশান-১ ও গুলশান-২, কাকলী, মহাখালী ও ওয়্যারলেস গেটসহ বিভিন্ন এলাকায় নেতা-কর্মীরা যেভাবে তারেক রহমানের পক্ষে জনগণকে সোচ্চার করেছেন, তা দলীয় আন্দোলনের শক্ত অবস্থানকে আবারও প্রমাণ করেছে।
নেতা-কর্মীদের উদ্দেশে কামাল জামান মোল্লা বলেন, “আমাদের দায়িত্ব হলো মানুষের কাছে ঘুরে ঘুরে গিয়ে সত্যটা তুলে ধরা এবং ভোট আদায় করে নেওয়া। সবাই ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ অবস্থান থেকে তারেক রহমানের জন্য ভোট চাইবেন।”

তিনি অভিযোগ করে বলেন, ঢাকা-১৭ আসনে একটি কুচক্রী মহল তারেক রহমানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অপপ্রচার চালিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে। ওই মহল বিভিন্নভাবে ইসলামের নাম ব্যবহার করে সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগাচ্ছে। এমনকি ভোট দিলে ‘বেহেশতে যাওয়া যাবে’—এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য বক্তব্য দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

এসব অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া জরুরি।

এদিকে কামাল জামান মোল্লা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মাদারীপুর-১ (শিবচর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহাজ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।

বক্তব্যের শেষাংশে তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “ভোটের মাধ্যমে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করে আমরা আমাদের প্রিয় নেত্রীকে সম্মান জানাতে চাই।”
আগামী দিনের কর্মসূচি প্রসঙ্গে তিনি ঢাকা -১৭ আসনের নেতা-কর্মীদের বলেন, “যেভাবে আন্দোলনের সময় রাজপথে ছিলেন , ঠিক সেভাবেই এই আগামী ২২ দিন পাড়া-মহল্লা ও প্রতিটি বাড়িতে গিয়ে তারেক রহমানের জন্য ভোট চাইবো। এই ২২ দিন ঘুম নয়—শুধু জনগণের কাছে পৌঁছানোই লক্ষ্য।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vowd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন