English

26 C
Dhaka
সোমবার, নভেম্বর ১০, ২০২৫
- Advertisement -

তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব: মীর স্নিগ্ধ

- Advertisements -

জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধের জমজ ভাই ও বিএনপি নেতা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদের অবসান ঘটাতে এখন ঐক্যবদ্ধ লড়াই ছাড়া বিকল্প নেই।

সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর স্নিগ্ধ বলেন, বেগম খালেদা জিয়া যেমন সন্তানের লাশ ধরে নিরবে দাঁড়িয়ে ছিলেন, তেমনি আমার মা-ও মুগ্ধর লাশ নিয়ে নির্বাক দাঁড়িয়ে ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে— সেই রক্তের বিনিময়ে অর্জিত চেতনা থেকেই ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটাতে হবে।

তিনি আরও বলেন, ১৭ বছর ধরে খুনি ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষকে নির্যাতন করেছে, আর বিএনপি হয়েছে সবচেয়ে বেশি নির্যাতিত দল। জুলাই আন্দোলনের সময় আমরা সরকারের সঙ্গে আপোষ করিনি। সরকার আমাদের গণভবনে ডেকে আপোষের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমরা রাজি হইনি। সরকারের চাপে তখন আত্মগোপনেও থাকতে হয়েছে।

জিয়াউর রহমানের আদর্শকে সকল বিএনপি নেতাকর্মীদের লালন করার আহ্বান জানিয়ে স্নিগ্ধ বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে। তাহলেই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। পরিচালনা করেন সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mkdp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন