English

25 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫
- Advertisement -

তারেক রহমানের সংবর্ধনায় ৫০ লাখ মানুষের সমাগম হবে: রিজভী

- Advertisements -

ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় নির্মাণাধীন অভ্যর্থনা মঞ্চ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আগামী পরশু তারেক রহমান দেশে আসছেন। ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, ২৫ ডিসেম্বর এই এলাকা মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান তার মা, দীর্ঘদিন ধরে নিপীড়ন-নির্যাতনের শিকার ও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানান তিনি। 

এদিকে দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির সর্বস্তরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্লোগান ও প্ল্যাকার্ড হাতে বিএনপির নেতাকর্মীরা মঞ্চ এলাকা পরিদর্শনে আসছেন এবং নেতাকে বরণ করতে সর্বাত্মক প্রস্তুতির কথা জানাচ্ছেন। 

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মঞ্চের সামনে সকাল থেকেই পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল লক্ষ্য করা গেছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর বিভিন্ন দল দফায় দফায় গাড়িতে করে মঞ্চ এলাকা পরিদর্শন করছে।

অন্যদিকে নিরাপত্তাজনিত কারণে আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে পরদিন ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ছাড়া সহযাত্রী ও দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9awc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন