জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/xq7v
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা।
শনিবার ঝটিকা মিছিলটি শ্যামলী বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে শিশু মেলার সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। পুলিশ আসার আগেই বিক্ষোভ মিছিলটি শেষ করে সরে পড়েন সমাবেশকারীরা। কাউকে আটক বা গ্রেপ্তারের পাওয়া যায়নি।
সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে মজলিশে শূরার লস্কর মোহাম্মদ তসলিম, মাহফুজুর রহমান ও ডাঃ ফখরুদ্দিন মানিক প্রমুখ।
এদিকে পৃথক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম ৬ জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন।
এতে বলা বলা হয়, জণগনের স্বার্থ উপেক্ষা করে সরকার একতরফাভাবে দাম বাড়িয়ে দিয়েছে। এমনিতেই নিত্যপণ্যের দামে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। তেলের দাম বৃদ্ধি মরার উপর খাড়ার ঘাঁ।
nirapadnews.com
নিরাপদ মিডিয়া এন্ড কমিউনিকেশনস লিমিটেড কর্তৃক প্রকাশিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিবন্ধন নম্বর-১৩। প্রধান সম্পাদক: ইলিয়াস কাঞ্চন নির্বাহী সম্পাদক: মিরাজুল মইন জয়