English

24 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
- Advertisement -

দেশের মানুষ পরিবর্তন চায়: হুম্মাম কাদের

- Advertisements -

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে দেশের মানুষ পরিবর্তন চায়। তিনি বলেন, নির্বাচনে দল বা প্রতীকের চেয়ে প্রার্থীর নীতি ও উদ্দেশ্যকে গুরুত্ব দিয়ে ভোট দিন।

সোমবার (১০ নভেম্বর) বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া জিয়াউল উলুম মাদ্রাসার বার্ষিক সভায় তিনি এ বক্তব্য দেন।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, তবুও জনগণের মনোবল অটুট রাখতে এবং দলের কর্মীদের হতাশ না করতে তিনি নির্বাচন করবেন। তিনি দেখাতে চান যে শেষপর্যন্ত দেশের মানুষের জন্য কাজ করবেন।

নিজের রাজনৈতিক পথচলার স্মৃতি তুলে ধরে তিনি বলেন, বাবাকে হারানোর পর অনেকে বলেছিলেন রাজনীতি ছাড়তে; কিন্তু বাবার সঙ্গে সম্পর্কিত লাখো মানুষের দায়িত্ববোধ আমাকে দেশে থাকতে এবং রাজনীতিতে ফিরে আসতে সাহস দিয়েছে।

তিনি আরও বলেন, জীবনের ঝুঁকি ও নির্যাতনের মধ্য দিয়েও আমি দলের সঙ্গে আছি। দেশের মানুষ শান্তি, ন্যায়বিচার ও সম্মান চায়। সেই প্রত্যাশাকে সামনে নিয়েই আমরা মাঠে আছি।

এর আগে তিনি পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে পারুয়ার নেজামিয়া সিদ্দিকিয়া মালেকিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসায় হযরত মাওলানা নিজাম উদ্দিন শাহের মাজার জিয়ারত করেন।

শুরুতে রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বিএনপির একটি দলীয় কার্যালয় উদ্বোধন করেন। কর্মসূচিগুলোতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zkdu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন