English

34 C
Dhaka
শনিবার, মে ৪, ২০২৪
- Advertisement -

দ্রব্যমূল্য বৃদ্ধি দুর্ভিক্ষের অশনিসংকেত: রব

- Advertisements -
Advertisements
Advertisements

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, চাল, ডাল, তেল, পেঁয়াজ, আটাসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত জনগোষ্ঠী তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে অক্ষম হয়ে পড়েছে। দেশজুড়ে চলছে হাহাকার। দেশের ৮০ ভাগ মানুষ দ্রব্যমূল্যের কশাঘাতে জর্জরিত।

অথচ সরকার মানুষের বাঁচা-মরার সংকটের মুহূর্তে সম্পূর্ণ নির্লিপ্ত। সরকারের মন্ত্রীদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনজীবনে সৃষ্ট ক্ষত আরো বাড়িয়ে দিচ্ছে।
আজ মঙ্গলবার বিকেলে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর জেএসডি আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রব বলেন, বিনা ভোটের সরকার জনগণের দুঃখ-কষ্ট লাঘবের জন্য কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। বরং কালোবাজারি, মজুদদার ও মুনাফাখোরদের দৌরাত্ম্যকে প্রশ্রয় দিচ্ছে। জনদুর্ভোগের প্রতি দৃষ্টি না দিয়ে নিজেদের ক্ষমতা সংহত করার কাজেই সরকার ব্যস্ত। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাওয়া জনগণ সরকারের এই নিষ্ঠুর খেলা আর বরদাশত করবে না।

আ স ম রব আরো বলেন, যেকোনো ধরনের অরাজক পরিস্থিতি মোকাবেলা, জনজীবনে নিরাপত্তা নিশ্চিত করাসহ বিদ্যমান সংকট নিরসনে অবিলম্বে ‘জাতীয় সরকার’-এর হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য দেন জেএসডি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া, স্থায়ী কমিটির সদস্য বেগম তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, শ্রমিক নেতা মোশাররফ হোসেন, এস এম শামসুল আলম নিক্সন, মহানগর জেএসডি নেতা মাইনুর রহমান মাইনু, ছাত্রনেতা তৌফিকুজ্জামান পীরাচা প্রমুখ।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন