ইলিয়াস বলেন, ‘যত দ্রুত সম্ভব নির্বাচন দেন। আমি বিএনপি টিএনপি না।
তার পরও বলব, এবার বিএনপির ক্ষমতায় আসা উচিত। আমার বিশ্বাস আমি তারেক রহমানের বিভিন্ন পলিসির ব্যাপারে যতটুকু জানি এটা ভালো হবে। তবে বিএনপির চাঁদাবাজি নিয়ে প্রতিদিন নিউজ হচ্ছে, বিএনপির ছাত্রদলের অমুক কোনো এক উপজেলার মানে এক গ্রামের এক ওয়ার্ডের এক স্বেচ্ছাসেবক দলের এক সেক্রেটারি; তাকে নিয়েও নিউজ হয়। কিন্তু নিউজ দেখে মনে যেন কেন্দ্রীয় নেতা বোধহয় চাঁদাবাজি করেছে। আপনি আসিফসহ এই যে এদেরকে যেভাবে কালার করা হচ্ছে এটা ঠিক নয়।’
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘কোন মন্ত্রণালয় সুষ্ঠুভাবে চলছে? সবখানেই তো দুর্নীতি হচ্ছে, কেন করা হচ্ছে, কারণ টার্গেট এনসিপি এবং বিএনপি। এই দুইটাকে যেকোনোভাবে কালার করা হচ্ছে। আমার মনে হয় এই পরিস্থিতি যদি তারেক রহমান দেশে আসতো বা একটা সরকার যদি ক্ষমতায় থাকতো তাহলে মনে হয় এই অবস্থা হতো না। বিএনপি কিন্তু তাদের কারো বিরুদ্ধে অভিযোগ আসলে সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করছে। আমি মনে করি যে, একটা সরকার আসলে এবং তারেক রহমান যদি সরকারপ্রধান হয়; সেক্ষেত্রে তার দলের ওপরে তার সর্বোচ্চ নিয়ন্ত্রণ থাকবে।’