English

33 C
Dhaka
সোমবার, জুন ১৭, ২০২৪
- Advertisement -

ধর্ষক প্রার্থীকে সমর্থন দিয়ে কাজী জাফর উল্লাহ বড় ভুল করলেন: নিক্সন

- Advertisements -

কাজী জাফর উল্লাহ তার জীবনে সবচেয়ে বড় ভুল করলেন একজন ধর্ষক চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দিয়ে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় তার নিজ বাড়িতে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

কাজী জাফর উল্লাহ মোখলেছুর রহমান সুমনকে প্রার্থী দিয়ে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন উল্লেখ করে নিক্সন বলেন, ‘কাজী জাফর উল্লাহ তার জীবনে সবচেয়ে বড় ভুল করলেন একজন ধর্ষক চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দিয়ে। কয়েকজন যুবককে সিনেমার স্টাইলে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছেন সুমনের সন্ত্রাস বাহিনী। তাৎক্ষণিক আমি ওসি সাহেবকে না পাঠালে ওদের জানে মেরে ফেলত। সেই একাধিক রগ কাটা মামলার প্রধান আসামি এই সুমন। তিনি কয়েকজন হিন্দু মেয়েকে জোর করে বিয়ে করেছেন। ’

তিনি বলেন, ‘সুমনের ভাটার ও পাম্পের ব্যবসা রয়েছে। তার ভাটায় অনেক মানুষের ইটের টাকা পাওনা রয়েছে। পাম্পের পেছনে অসহায় মানুষের জমি দখল করে নিয়েছেন এমন বহু অভিযোগ আমার কাছে রয়েছে। এই সুমনের পাম্পের সামনে মহাসড়কে প্রতিনিয়ত ডাকাতি সংঘটিত হয়। এর পিছনে সকল ইন্ধনে সুমনের নেতৃত্ব রয়েছে। ’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সুমনের মত মানুষ চেয়ারম্যান হলে তার সামনে কোনো ভদ্রলোক বসতে পারেনা। উপজেলায় কোনো সম্মানী লোক যাবেনা।’

কাওসার ভূঁইয়াকে উপজেলায় বসানোর আহ্বান জানিয়ে নিক্সন আরও বলেন, ‘কাওসার ভূঁইয়া একজন নামাজি ব্যক্তি। ভদ্র ব্যক্তি যার ক্লিন ইমেজ রয়েছে। তিনি দুই দুইবার ইউপি চেয়ারম্যান ছিলেন, নিজের টাকা দিয়ে ইউনিয়নে উন্নয়ন করেছেন, তার ইউনিয়নে আমি ৩৫টি ব্রিজ করে দিয়েছি। এমন ভালো মানুষকে উপজেলাবাসীর উন্নয়নের জন্য প্রয়োজন যার কোনো লোভ-লালসা নাই। ’

এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান, ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মুনছুর মুনসুর আহমেদ মুন্সী প্রমুখ।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন