English

27.3 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

নির্বাচনে নিজের বিজয়কে ‘বিস্ময়কর’ বললেন মেনন

- Advertisements -

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শুধুমাত্র জিতেছেন দলীয় সভাপতি সভাপতি রাশেদ খান মেনন। নিজেকে ‘হারাধনের একটি ছেলে’ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের বিজয়কে বিস্ময়কর বলছেন এ বাম নেতা।

আজ বুধবার বিজয়ী সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নিজেকে ‘হারাধনের একটি ছেলে’ সম্বোধন করে রাশেদ খান মেনন বলেন, ‘হারাধনের একটি ছেলে। টেকাটাই গুরুত্বপূর্ণ। সংগ্রাম করে টিকে থাকাটা বড় ব্যাপার! বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষের সঙ্গে মিশি-চলি, যাদের অর্থবিত্ত নেই, তাদের এ ধরনের নির্বাচনে বেরিয়ে আসা কঠিন কাজ।’

ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতা বলেন, ‘আমার বিজয়টা এবার বিস্ময়কর লেগেছে! কারণ আমি ৭৩ সাল থেকে এ পর্যন্ত নির্বাচন করে এবারই সর্ববৃহৎ ব্যবধানে জিতেছি। প্রায় ৯০ হাজার ভোটে আমি জিতেছি। ভোটে মানুষের স্বতঃস্ফূর্ততা আমার ভালো লেগেছে।’

ঢাকা-৮ আসন ছেড়ে নিজের এলাকায় অর্থাৎ বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে নির্বাচন করার বিষয়ে জানতে চাইলে মেনন বলেন, ‘এই আসনে ১৯৯১ সালেও আমি এমপি ছিলাম। সেখানে পিছিয়ে থাকা লোকজন রয়েছে। তার পরও আমি মনে করেছি যে, মানুষ আমাকে পুরোনোভাবেই গ্রহণ করেছে আর সেভাবেই তারা আমাকে দেখতে চায়।’

বরিশাল-২ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে ১ লাখ ২২ হাজার ১৭৫টি ভোট পান মনেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ৩৯৭ ভোট।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5fun
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন