বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যখন নির্বাচনের জন্য তারিখ ঠিক হচ্ছে তখন নির্বাচন বানচাল ও দেশের মানুষ যাতে ভোট দিতে না পারে সে জন্য ধর্মভিত্তিক একটি দল ষড়যন্ত্র শুরু করেছে। তারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে ঘটনা ঘটছে তা বিএনপির নাম দিচ্ছে। তারা তারেক রহমানের মান ক্ষুণ্ণ করছে।
তিনি বলেন, গত ১৬ বছর বিএনপির যেসব নেতাকর্মী অত্যাচার নির্যাতন শিকার হয়েছে তারা কখনো মানুষকে অত্যাচার নির্যাতন করতে পারে না।
মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জে শহীদ এম. মনসুর আলী স্টেশনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, যারা চাঁদাবাজি করছে, দখলদারিত্ব করছে তারা বিএনপির কেউ না। এরা হলো খোলস পরিবর্তন করে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর সাথে মিশে গিয়ে অপকর্ম করছে।
আগামী ফেব্রুয়ারীর নির্বাচন হবে জনগণের নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন ঠেকানোর জন্যই ষড়যন্ত্র করা হচ্ছে।
তিনি বলেন, তারেক রহমানকে অসম্মান করার জন্য যতই অপপ্রচার করা হোক কেন তারেক রহমানকে দমানো যাবে না। বেগম খালেদা জিয়ার উত্তরসূরী তারেক রহমান এদেশের নেতা এবং এদেশে নেতৃত্বে দিবেন। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রত্যেকে মানুষের কাছে যাবেন এবং বিএনপির ৩১ দফা প্রচার করবেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শেখ হাসিনা লুটপাট করে দেশকে কঙ্কালে পরিণত করে ভারতে পালিয়ে বসে আছে। প্রত্যেকের মাথায় ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে। তাই দেশকে ঠিক করতে হলে তারেক রহমানের মতো নেতৃত্ব আমাদের দরকার। তারেক রহমানের নেতৃত্বকে নষ্ট করার জন্য এবং দেশকে ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে। সুতরাং সবাই সাবধান থাকবেন, হুঁশিয়ার থাকবেন।
সমাবেশে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।