লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, যারা এই নির্বাচন বাধাগ্রস্ত করতে চান, তারাই এ ধরনের সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন।
সোমবার আসরের নামাজ শেষে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্তা বাজার জামে মসজিদে আয়োজিত এক মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি।
মিলাদে আগুনে পুড়ে নিহত শিশু আয়েশা আক্তার বিনতি (৮)-এর আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭)-এর সুস্থতা কামনায় দোয়া করা হয়।
মিলাদ শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এ্যানি বলেন, এই নির্বাচন শুধু রাজনৈতিক বিষয় নয়; এর সঙ্গে দেশের মানুষের, ব্যবসায়ী সমাজের এবং বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত। কেউ যেন কোনোভাবেই নির্বাচন পেছাতে না পারে, সে জন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, বেলালের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তাদের খোঁজখবর নিতে হবে, সহানুভূতি ও সহযোগিতা দিতে হবে। বেলাল ও তার পরিবার যেন কোনো ধরনের হুমকির মুখে না পড়ে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। আমি আগেও ছিলাম, আছি এবং ভবিষ্যতেও এই পরিবারের পাশে থাকব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আবুল হাশেম, সদর (পূর্ব) বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুনসহ দলীয় নেতাকর্মীরা।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে তার মেয়ে আয়েশা আক্তার বিনতি ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় বেলাল হোসেন এবং তার দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি ও সামিয়া আক্তার বিথি (১৪) দগ্ধ হন। স্মৃতি গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আর চিকিৎসা শেষে বিথি পরিবারের কাছে রয়েছেন।
