নুরাল পাগলার লাশ পোড়ানোর এ বর্বর ঘটনায় এবার নিন্দা জানাতে দেখা গেছে মুফতী গিয়াস উদ্দিন তাহেরীকে। ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, একটি ইসলামিক মাহফিলে নুরাল পাগলার লাশ পোড়ানো নিয়ে কথা বলছেন তিনি।
এ ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম ঘটল উল্লেখ করে তাহেরী বলেন, ‘এখানে যারা আছেন ৫০ বছরের মানুষ আছে, ৬০ বছরের মানুষ আছে, স্বাধীনতার আগে পরের মানুষ আছে, আপনারা কেউ কোনোদিন দেখেছেন, কবর থেকে লাশ তুলে, মুসলমানের লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়েছে? এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে? আমরা কি বাংলাদেশ দেখছি, আমরা কি দেখছি?’
উল্লেখ্য, শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম মাহদী দাবি করা নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয় ‘তৌহিদী জনতা’। উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় প্রকাশ্যে পেট্রোল ঢেলে মরদেহ পুড়িয়ে দেয়া হয়।
