English

26.7 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

পঞ্চম ধাপের পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা

- Advertisements -

পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপে নৌকার প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আজ শনিবার দুপুরে গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় নৌকার প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়। মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার জনপ্রতিনিধি সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পৌরসভা নির্বাচনে মনোনীত প্রার্থীরা হলেন-

চট্টগ্রাম বিভাগের ৮টি পৌরসভার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদরে নায়ার কবির, চাঁদপুরের মতলবে মো. আওলাদ হোসেন, চাঁদপুরে শাহরাস্তিতে হাজী আব্দুল লতিফ, লক্ষ্মীপুরের রায়পুরে মো. গিয়াস উদ্দীন রুবেল ভাট, চট্টগ্রাম জেলার মীরসরাইয়ে গিয়াস উদ্দিন, চট্টগ্রাম জেলার বারৈয়ারহাটে মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম জেলার রাউজানে মো. জমির উদ্দিন (পারভেজ), চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় মো. শাহজাহান সিকদার।

ঢাকা বিভাগের ৫টি পৌরসভায় কিশোরগঞ্জের ভৈরবে মো. ইফতেখার হোসেন, মানিকগঞ্জের সিংগাইরে আবু নাঈম মো. বাশার, গাজীপুরের কালীগঞ্জে এস. এম. রবীন হোসেন, মাদারীপুর সদরে মো. খালিদ হোসেন, মাদারীপুরের শিবচরে মো. আওলাদ হোসেন খান।

রাজশাহী বিভাগের ৫টি পৌরসভার মধ্যে জয়পুরহাটের সদরে মো. মোস্তাফিজুর রহমান, বগুড়ার সদরে মো. আবু ওবায়দুল হাসান, চাঁপাইনবাগঞ্জের নাচোলে মো. আব্দুর রশিদ, রাজশাহীর চারঘাটে মো. একরামুল হক, রাজশাহী দূর্গাপুরে মো. তোফাজ্জল হোসেন।

ময়মনসিংহ বিভাগের ৫টি পৌরসভার মধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জে মিসেস ফারীন হোসেন, জামালপুরের ইসলামপুরে মো. আব্দুল কাদের শেখ, জামালপুরের মাদারগঞ্জের মির্জা গোলাম কিবরিয়া (কবির), জামালপুর সদরে মোহাম্মদ ছানোয়ার হোসেন, ময়মনসিংহ জেলার নান্দাইলে মো. রফিক উদ্দিন ভূঁইয়া।

খুলনা বিভাগের ৪টি পৌরসভার মধ্যে ঝিনাইদহ মহেশপুরে মো. আব্দুর রশিদ খান, ঝিনাইদহ কালীগঞ্জে মো. আশরাফুল আলম, যশোর কেশবপুরে রফিকুল ইসলাম, যশোর সদরে মো. হাদার গনী খান।

বরিশাল বিভাগে ২টি পৌরসভায় ভোলা সদরে মোহাম্মদ মনিরুজ্জামান, ভোলা চরফ্যাশনে মো. মোরশেদ। রংপুর বিভাগের রংপুরের হারাগাছে মো. হাকিবুর রহমান। সিলেট বিভাগের হবিগঞ্জ সদরে আতাউর রহমান সেলিম।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/iku2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন