English

23 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫
- Advertisement -

প্রেম, গুঞ্জন ও বিয়ে প্রসঙ্গে অকপট বিন্দু

- Advertisements -

প্রথমবারের মতো পডকাস্টে অংশ নিয়েছেন অভিনয় থেকে খানিক দূরে অবস্থান করা অভিনেত্রী আফসান আরা বিন্দু। মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এর জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর বিশেষ অতিথি হলেন তিনি।

২০ ডিসেম্বর, রাত ৮টায় প্রচার হবে এই পর্বটি। নিশ্চিত করেছেন সঞ্চালক রুম্মান রশীদ খান।

বিন্দু এই পডকাস্টে এসে জানিয়েছেন, প্রায় এক যুগ পর ছোট পর্দার কোনও অনুষ্ঠানে দীর্ঘ সময়ের জন্য কথা বলেছেন তিনি। ২০১৪ সালে বিয়ের বেশ ক’মাস আগে থেকেই বিনোদন জগত থেকে বিদায় নিয়েছিলেন তিনি।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে বিন্দু তার জীবনের প্রেম, গুঞ্জন ও বিয়ে নিয়ে এমন অনেক কিছুই বলেছেন, যা তিনি আগে কখনও গণমাধ্যমে বলেননি। বিন্দুর বিয়ে, সংসার এবং ব্যক্তি জীবন নিয়ে অনেকেরই কিছু ভুল ধারণা রয়েছে, সেসব নিয়েও অকপটে বলেছেন।

‘এই তো প্রেম’ সিনেমায় বিন্দুর নায়ক ছিলেন শাকিব খান। শুটিং সেটে শাকিব খানের উদারতা, সহশিল্পীর প্রতি শ্রদ্ধাবোধ মুগ্ধ করেছিল বিন্দুকে। একবার চারতলা থেকে গড়িয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে গিয়েছিলেন। সে সময় তার হাঁটু মচকে গিয়েছিল। কপালে ১১টি, ঠোটে ৫টি, দুই হাতে প্রায় ১৫টি সেলাই নিতে হয়েছিল। এই ঘটনার নেপথ্যের কারণও জানিয়েছেন বিন্দু।

নতুন বছরে দর্শকদের জন্য নতুন কিছু উপহার দেয়ারও প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন তিনি। এমন অনেক অজানা তথ্য জানা যাবে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র এই পর্বে। এটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9pvl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন