বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার বাংলার মাটিতেই হবে। শুধু আওয়ামী লীগ নয়, গত ১৭ বছরে যারা শেখ হাসিনার ফ্যাসিবাদকে মদদ দিয়েছে, তাদেরও বিচার হবে বাংলার জনগণের হাতে।’
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জের জিনজিরাস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত বিজয় র্যালির উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমি একজন গর্বিত মুক্তিযোদ্ধা।
দেশের প্রতি ভালোবাসা অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশের প্রতিটি ধর্মের প্রতি আমার শ্রদ্ধা আছে। ধর্ম নিয়ে কেউ যেন রাজনীতি না করে, সেটাই কাম্য।’
পুলিশ বাহিনীর ভূমিকার সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের শাসনের সহযোদ্ধা ছিল পুলিশ।
তারা জালিয়াতির মাধ্যমে ভোট কেন্দ্র দখল করে রেখেছে। তাদেরও বিচার হওয়া উচিত। আজকের প্রজন্ম জানেই না ভোট দেওয়ার স্বাদ কেমন, কারণ তাদের সে সুযোগই দেওয়া হয়নি।’
বিজয় র্যালিতে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায়, সম্পাদক মুযাদ্দেদ আলী বাবু, বিএনপির প্রবীণ নেতা ও সাবেক উপজেলা সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন মাস্টার, কেরানীগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান নাসের, বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, মোকাররম হোসেন সাজ্জাদ প্রমুখ।