English

22 C
Dhaka
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
- Advertisement -

বিএনপির ওপর আস্থা রাখার আহ্বান তারেক রহমানের

- Advertisements -

ধানের শীষের ভোট দিয়ে বিএনপির ওপর আস্থা রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম পোলোগ্রাউন্ড ময়দানে নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান চট্টগ্রাম,কক্সবাজার ও পার্বত্য জেলার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে এই আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

এসময় তিনি বলেন, ‘আমরা চাই, সকলকে নিয়ে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার জন্য। সেই পাহাড়ের মানুষ হোক, সেই সমতলের মানুষ হোক, সে ইসলাম ধর্মের মানুষ হোক বা অন্য কোনো ধর্মের মানুষ হোক আমরা সকলকে নিয়ে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই বাংলাদেশ যদি গড়ে তুলতে হয় আজকে এখানে যে লাখো মানুষ আছেন, আপনাদের মাধ্যমে আপনাদের এলাকার লক্ষ কোটি মানুষের কাছে আহ্বান রাখব, গণতন্ত্রে যারা বিশ্বাস করেন, মানুষের বাক স্বাধীনতায় যারা বিশ্বাস করেন, গণতন্ত্রের স্বাধীনতায় যারা বিশ্বাস করেন সকলকে আহ্বান জানাব, ধানের শীষ তথা বিএনপির ওপর আস্থা রাখুন।’

এদিন তারেক রহমান তার বক্তব্যের শুরুতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ডসহ তার পরিকল্পনাসমূহ তুলে ধরে ধানের শীষের প্রার্থীদের জন্য ভোট চান।

তিনি বলেন, ‘ইনশাল্লাহ ধানের শীষ এবং বিএনপি নির্বাচিত হলে আপনাদেরকে সঙ্গে নিয়ে এদেশের খেটে খাওয়া মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কাজে হাত দেবে অতীতের মতো। সেই আমি একটি কথা বলে থাকি, করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’

তিনি ‘করব কাজ, গড়বো দেশ, সবার আগেস বাংলাদেশ’ শ্লোগান ধরে বলেন, ‘যদি বাংলাদেশকে গণতন্ত্রের মতো গড়ে তুলতে হয়, আমাদের সকল রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে। যেই কারণে ওয়াসিম আকরামসহ বহু মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছেন। তাদের জীবনের মূল্যকে যদি আজ সন্মান দিতে হয়, তাহলে আমাদেরকে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে কাজ করতে হবে।’

এদিকে বেলা সাড়ে ১২টায় পলোগ্রাউন্ড মাঠের সমাবেশ মঞ্চে উঠেন তারেক রহমান। বক্তব্য শেষ করে ১টা ৪০ মিনিটে তারেক রহমানের গাড়িবহর ফেনী হাইস্কুল মাঠের উদ্দেশ্যে যাত্রা করে। সেখানে নির্বাচনী সমাবেশের পর কুমিল্লার চৌদ্দগ্রাম, সুয়াগাজী ও দাউদকান্দি এবং নারায়নগঞ্জের কাঁচপুর বালুর মাঠে নির্বাচনী সমাবেশের বক্তব্য দেবেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, ‘বিগত ১৫ বছর যেমন আপনাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেয়া হয়েছিল, সেই রকম একটি ষড়যন্ত্র আবারো শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকলে সজাগ থাকবেন, সর্তক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার, আপনাদের ভোটের অধিকার, আপনাদের কথা বলার অধিকার, আপনাদের বেঁচে থাকার অধিকার ছিনিয়ে নিয়ে যেতে কেউনা পারে।’

একপর্যায়ে তারেক রহমান বলেন, ‘১২ তারিখ কখন যাবে ভোট দিতে?’

এসময়ে নেতা-কর্মীরা সমস্বরে বলেন, ‘ফজরের নামাজ পড়ে।’

তারেক রহমান বলেন, ‘না না ফজরের নামাজের পড়ে নয়। এবার তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়বেন। এবং যার যার এলাকায় ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ আদায় করবেন। তারপরে লাইন ধরে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখন ভোট গ্রহন শুরু হবে। পারবেন তো?’

নেতা-কর্মীরা বলতে থাকে ‘পারব।’ তারেক জবাব দেন, ’ইনশাল্লাহ।’

এসময় নেতা-কর্মীরা ধানের শীষ হাতে শ্লোগান দিতে থাকেন- ‘দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

এদিন আইনশৃঙ্খলা ও দুর্নীতি রোধ দলের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আইন সবার জন্য সমান। অপরাধের পরিচয় কোনো দল দিয়ে নয়। অপরাধের পরিচয় সে আইনের দৃষ্টিতে অপরাধী এবং অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা হবে।’

তিনি যোগ করেন, ‘দুর্নীতি যেই করুক, দুর্নীতি যারাই করুক, তাদের বিরুদ্ধে দেশের আইন একইভাবে প্রযোজ্য হবে। কাজেই আমি এখানে লক্ষ মানুষের সামনে পরিস্কারভাবে বলে দিতে চাই, আমরা যেসব পরিকল্পনা গ্রহন করেছি সেইসব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করে দুর্নীতির মাধ্যমে সেগুলো বাধাগ্রস্থ করেন তাদেরকে আমরা ছাড় দেব না।’

পরিবর্তনের সময় এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ পরিবর্তনকে যদি সত্যিকার অর্থে অর্থবহ পরিবর্তন করতে হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয় তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

চট্টগ্রাম মহানগর সভাপতি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র সাহাদাত হোসেনের সভাপত্বি সমাবেশে চট্টগ্রাম আসনের প্রার্থীদের মধ্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী,আসলাম চৌধুরী, আবু সুফিয়ান, মোহাম্মদ এরশাদ উল্লাহ, সারোয়ার নিজাম,সাঈদ নোমান, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ জসীম উদ্দিন, এনামুল হক, নাজমুল মোস্তফা আমিন, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, মোহাম্মদ নুরুল আমিন,মোস্তফা কামালি,ম কক্সবাজার আসনের প্রার্থীদের মধ্যে সালাহ উদ্দিন আহমদ, শাহজাহান চৌধুরী, লুৎফুর রহমান কাজল, আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ, খাগড়াছড়ির আবদুল ওয়াদুদ ভুঁইয়া, বান্দরবানের জেরি প্রো চৌধুরী, রাঙ্গামাটির দ্বীপন দেওয়ান তালুকদার বক্তব্য রাখেন।

এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সুকোমল বড়ুয়া, গোলাম আকবর খন্দকার, এসএম ফজলুল হক, চট্টগ্রামের সিটি মেয়র শাহাদাত হোসেন, কেন্দ্রীয় নেতা ম্যামাসিং, নুরে আরা সাফা, হারুনুর রশীদ, এম নাজিম উদ্দিন, চট্টগ্রামে হাশেম বক্কর, মোহাম্মদ নাজিমুর রহমান, ইদ্রিস মিয়া, উদয় কুমার বড়ুয়া প্রমূখ বক্তব্য রাখেন।

এদিন সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এরশাদ উল্লাহ।

প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান। এটি রাজধানীর বাইরে তার দ্বিতীয় নির্বাচনী প্রচারাভিযান।

এর আগে ২০১২ সালে চট্টগ্রামের পলোগ্রাউন্ডের এই ময়দানে বিএনপির সর্বশেষ সমাবেশে এসেছিলেন বেগম খালেদা জিয়া। এরপর এই ময়দানে এটিই বিএনপির সর্ববৃহৎ সমাবেশ।

এর আগে শনিবার (২৪ জানুয়ারি) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন। রাত্রিযাপন করেন হোটেল রেডিসন ব্লুতে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ex4k
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন