English

38 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২, ২০২৪
- Advertisement -

বিএনপি কোনোদিন বলেনি নির্বাচনে যাবে না: মঈন খান

- Advertisements -
Advertisements

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘অনেকেই আমাদের বলেন- আপনারা এত বড় রাজনৈতিক দল, কেন নির্বাচনে যাবেন না। নির্বাচনে না গেলে কীভাবে ক্ষমতায় যাবেন? ছোট্ট একটি উত্তর দিচ্ছি, বিএনপি কোনোদিন বলেনি তারা নির্বাচনে যাবে না। বিএনপি গণতান্ত্রিক দল। গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তনের একটি মাত্র উপায় রয়েছে, সেটি হচ্ছে নির্বাচন।’

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের উদ্দেশ্যে ড. মঈন খান বলেন, জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। এজন্যই তারা সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায়। বাংলাদেশের ১৭ কোটি জনগণের জন্য যদি আওয়ামী লীগ এতই ভালো কাজ করে থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন দিতে ভয় কেন? মুখে যত কথাই বলুক তাদের অন্তরে ভয় ঢুকে গেছে।

Advertisements

তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন