English

23 C
Dhaka
শনিবার, নভেম্বর ২২, ২০২৫
- Advertisement -

বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ

- Advertisements -

নগরকান্দায় নারী সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর ২ আসনের ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, “বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন নারীরা ভালো থাকে, সুরক্ষিত থাকে।”

তিনি বলেন, নারী উন্নয়ন নিয়ে কথা বলার আগে তৃণমূল পর্যায়ের নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। শনিবার বিকেলে নগরকান্দা উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন।

তিনি বলেন, একজন মেয়ে, সন্তান ও মা হিসেবে আমি জানি দেশের সর্বস্তরের নারীরা কত পরিশ্রম করে সংসার চালান, সন্তান বড় করেন, ঘরের কাজের পাশাপাশি ক্ষেত খামারে কাজ করেন। যারা রাজনীতির মাঠে কাজ করেন, তারা সংসার সামলে ভোটের সময় পুরুষদের সঙ্গে সমানতালে মাঠে নামেন।

শামা ওবায়েদ বলেন, দেশের অর্থনীতিতে নারীদের অবদান অনস্বীকার্য। হাজার হাজার, লক্ষ লক্ষ নারী গার্মেন্টসে কাজ করছেন। তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান আরও বৃদ্ধি পাওয়ার দাবি রাখে। নারীর জয় মানে সমাজের জয়, আর মা জিতলে পুরো দেশই জিতে যায়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, তিনি নয় বছর স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছেন, দেশকে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিয়েছেন। তার হাত ধরেই নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়েছে, মেয়েদের প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত শিক্ষা অবৈতনিক হয়েছে। প্রতিটি মেয়ের পড়াশোনার সুযোগ নিশ্চিত করা তারই উদ্যোগ।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় খালেদা জিয়াকে অসুস্থ অবস্থায় ছয় বছর কারাবন্দী রেখেছে। ২০১৮ সালের নিশি রাতের নির্বাচন এবং ২০২৪ সালের আমি ডামি নির্বাচনে আমাদের মা বোনেরা ভোট দিতে পারেননি।

নারী সমাবেশে উপস্থিতদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী নির্বাচনে গ্রামের প্রতিটি কোণা, পাড়া মহল্লায় ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, তার বাবা বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমান সারা জীবন নারী পুরুষ নির্বিশেষে মানুষের জন্য কাজ করেছেন, তিনিও সেই ধারাই ধরে রাখতে চান। তিনি আরও বলেন, তারেক রহমানও নারীদের জন্য কাজ করে যাচ্ছেন।

নগরকান্দা শহীদ মুক্তিযোদ্ধা আক্রমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদা ইসলাম।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/drdu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন