English

12 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
- Advertisement -

বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না: সালাহউদ্দিন

- Advertisements -

সারা দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন ঘটনা আসন্ন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো ঢাকার বাইরে বড় সফরে বের হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী রবিবার থেকে শুরু হতে যাওয়া চার দিনের এই সফরে তিনি উত্তরবঙ্গের ৯টি জেলা সফর করবেন। তবে তার এই সফরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন দলের নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে ‍সালাহউদ্দিন বলেন, তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর ঘিরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না।

ফ্যাসিবাদদের কিছু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গতকাল বুধবার স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর পেছনেও তাদের ষড়যন্ত্র থাকতে পারে।

এমন ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে কিনা? এ প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তবে এতে করে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাযথ করতে সব রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, শেষ পর্যন্ত সব রাজনৈতিক দল নির্বাচন সফল করবে।

আসন সমঝোতার বিষয়ে তিনি বলেন, বৃহত্তর রাজনৈতিক দলে অনেকের প্রত্যাশা থাকে, কিন্তু দলের পক্ষে সবার কথা রাখা সম্ভব হয় না। যারা বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাদের বিরুদ্ধে কিছু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর কিছু প্রার্থীকে বোঝানো হচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7vwi
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন