বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। যার কারণে দলমত নির্বিশেষে তিনি সবার প্রিয় মানুষ হিসেবে রয়েছেন।
শুক্রবার বিকালে নরসিংদীর পলাশে পলাশ থানা ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় মঈন খান বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো হিংসা, প্রতিহিংসা ও ক্রোধ নেই, যার কারণে দেশের সব শ্রেণিপেশার মানুষ তাকে শ্রদ্ধা করে। তিনি সবসময় দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। সেই সংগ্রামি দেশপ্রেমি মানুষটি আজ জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।’
মঈন খান দেশের সব মানুষের কাছে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চান।
ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, থানা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান পাপন প্রমুখ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
