English

26.9 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করছে ছাত্রদল : উমামা ফাতেমা

- Advertisements -

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা।

আজ রবিবার রাত ১০ টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

পারভেজের হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উমামা ফাতেমা বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, এই নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি ভিন্ন রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে। হত্যার প্রকৃত কারণ, প্রকৃত অপরাধী এবং ক্যাম্পাসে সহিংসতার পেছনের বাস্তব চিত্রকে আড়াল করে তারা ঘটনার রাজনৈতিক ব্যবচ্ছেদে বেশি প্রভাবিত হয়েছে।

হত্যাকাণ্ডের তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তার দাবি করে তিনি বলেন, ছাত্রদল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী প্লাটফরমকে এ হত্যাকাণ্ডের মদদদাতা হিসেবে অভিযুক্ত করছে। আমরা এ অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, হামলার ঘটনার সিসিটিভির প্রথম যে ফুটেজ দেখা যায়, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ উপস্থিত ছিল না। কিন্তু ঘটনার দ্বিতীয় ফুটেজে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ঘটনাস্থলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বনানী থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য হৃদয় মিয়াজি এবং সোহান উপস্থিত ছিলেন।ঘটনাস্থলে ছাত্রদলের তাওহীদ ও মিয়া জাহিদসহ অনেক সাধারণ শিক্ষার্থীও ছিলেন। সেই জায়গা থেকে এই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে এককভাবে দায়ী করা এবং মিডিয়া ট্রায়াল করাকে অনৈতিক কাজ বলে মনে করি।

উমামা ফাতেমা বলেন, অপরাধ প্রমাণিত হওয়ার আগে ছাত্রদল যেভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে তা নিন্দনীয়। আমরা ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেককে তদন্তের আওতায় আনার দাবি জানাই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0ujp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন