সম্প্রতি এক বেসরকারি টিভি চ্যানেলে টক শোতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জামায়াত বোঝে একটা মোটা দাগের সুষ্ঠু নির্বাচনে তারা আসলে কতটা আসন পেতে পারে, সেটার সঙ্গে হাইপের ডিফারেন্স (পার্থক্য) অনেক। তাই তারা চায় নির্বাচন যত দেরি হবে, তাদের জন্য ততই সুবিধা।তারা তো বিএনপিকে ম্যালাইন (নেতিবাচক প্রভাব) করার প্রজেক্ট হাতে নিয়েছে। তারা আশা করছে এটা বাস্তবে হবে কি না তা একমাত্র সময়ই বলতে পারে।’
রুমিন ফারহানা বলেন, ‘বাংলাদেশে কোনো পলিটিকাল পার্টির কখনোই ৫১ শতাংশ পর্যন্ত ভোটার গেছে এরকম নজির নেই। তাহলে যেটা হবে একটা ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হবে। তখন জামায়াতের দরকষাকষিটা কিন্তু অনেক হাই হয়ে যাবে। একদিকে তাদের আসনসংখ্যা অনেক বেড়ে যাবে।
