English

23 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
- Advertisement -

ভোট হাইজ্যাক করলে যুবক হয়ে বিস্ফোরিত হব: জামায়াত আমির

- Advertisements -

পেশিশক্তি ও কালো টাকার মাধ্যমে কেউ ভোট হাইজ্যাক করতে যুবক হয়ে বিস্ফোরিত হবেন বলে জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে জামায়াতে ইসলামীর কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত প্রীতি সমাবেশে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘আশঙ্কা করা হচ্ছে আগামী নির্বাচনে কেউ গাছে কাঁঠাল রেখে গোঁফে তেল দিচ্ছেন। মাসল (পেশি) আর ব্ল্যাক মানির (কালো টাকা) মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন। তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, আমরা যুবক হয়ে বিস্ফোরিত হব, ইনশাল্লাহ।’

তিনি বলেন, ‘যুবকদের ভোট নিয়ে কেউ কাড়াকাড়ি করুক, তা আমরা বরদাস্ত করব না। যুবকরা তোমাদের ভোট তোমরা দিবা। আমরা তোমাদের পাশে থেকে লড়াই করব। তোমাদের সাহস দেব এবং শক্তি দেব। কোনো ডাকাত তোমাদের বুকের দিকে হাত বাড়ানোর যেন দুঃসাহস না দেখায়। এখন থেকে সেভাবে যুবকদের থাকতে হবে।’

শফিকুর রহমান বলেন, ‘তোমার যাকে পছন্দ তাকে ভোট দিও। আমাকে দিবা না দিবা এটা তোমার ব্যাপার। কিন্তু তোমার বুকের জন্য আমরা লড়ে যাব, ইনশাল্লাহ।’

শেখ হাসিনার মামলার রায়ে সম্পর্কে জামায়াত আমির বলেন, ‘আমরা মনে করি এর মধ্য দিয়ে মজলুমের কান্না কিছু হলেও থামবে। স্বজনহারা পরিবারগুলো সাময়িক কিছু সান্ত্বনা পাবে, তবে আমরা মনে করি এই বিচার ন্যায়বিচারের মানদণ্ড হয়েছে, কারণ বিচার ছিল স্পষ্ট লাইভে এই বিচার সম্প্রচার করা হয়েছে। আমরা সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাব যে আপনার তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন।’

তিনি বলেন, ‘আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা কারও ওপর কোনো অবিচার চাই না। প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ন্যায়বিচার পাওয়া। তাদেরও কারও ওপর অবিচার হোক সেটাও আমরা চাই।’

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/21uv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন