বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করাই একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য।
প্রিন্স বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ, পচাত্তরের সিপাহী-জনতার বিপ্লব এবং চব্বিশের ছাত্র গণঅভ্যুত্থান একই সূত্রে গাঁথা, এক ও অভিন্ন। দখলদার ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য এবং সংহতি নিশ্চিত করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুসংহত ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এছাড়াও দেশের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাই মুক্তিযুদ্ধ, সিপাহী-জনতার বিপ্লব এবং ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা।
শুক্রবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।
বর্ণাঢ্য মিছিলটি হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ, পুরাতন বাসস্ট্যান্ড, মধ্য বাজার, উত্তর বাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত মিছিলটি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার স্লোগানে মুখোরিত হয়ে এক পর্যায়ে নির্বাচনী মিছিলে পরিণত হয়।
সরকার ও নির্বাচন কমিশনকে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ের কবলে পড়বে, যার সম্পূর্ণ দায় সকারকে বহন করতে হবে।
তিনি নির্বাচনের পথে কয়েকটি রাজনৈতিক দলের প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টার কথা উল্লেখ করে বলেন, বিএনপির পক্ষে জনজোয়ার দেখে তারা নন ইস্যুকে ইস্যু বানিয়ে নৈরাজ্য সৃষ্টি করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে দেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। এতে সুযোগ নিয়ে পলাতক ফ্যাসিস্টরা আবার ফিরে আসবে। আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চক্রান্ত হচ্ছে বলে জনমনে ধারণা জন্মেছে।
তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনা ও গণতন্ত্র এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধ্বংস করার যে কোনো চক্রান্ত রুখে দিতে হবে।
মিছিলে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলীসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
