English

26.3 C
Dhaka
শনিবার, জুলাই ২৬, ২০২৫
- Advertisement -

মব কালচার মানুষের মধ্যে ভয়-আতঙ্ক তৈরি করছে: রিজভী

- Advertisements -

‘মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে মব কালচার,’ বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কেউ অপরাধ করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত; আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মৌলভীবাজারের সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রসঙ্গ টেনে রিজভী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘আন্দোলনের সময় বিএনপি নেতারা যেখানে লুকিয়ে আশ্রয় নিয়েছিলেন, সেখান থেকে পুলিশ তাদের ধরে এনেছে। সেই পুলিশ এখন কোথায়? তাদের যোগ্যতা আজ প্রশ্নবিদ্ধ।’

রিজভী আরও বলেন, ‘সংবিধানে একটি বিষয় থাকা উচিত- যারা কমিশনার হবেন, তাদের নিরপেক্ষতা নিশ্চিত থাকতে হবে। তারা যেন আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করেন, দল বা ব্যক্তিগত চেতনায় পরিচালিত না হন। এসব বিষয় মাথায় রেখেই আমাদের সামনে এগোতে হবে। নইলে আমরা আবারও পিছিয়ে পড়ব এবং গণতন্ত্রবিরোধী চক্র নানা পথ দিয়ে আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।’

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপন সঞ্চালনা করেন। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি. কে. গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান এবং জাসাসের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/u6m6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন