English

28 C
Dhaka
রবিবার, মে ৪, ২০২৫
- Advertisement -

মহান মে দিবস উপলক্ষে জনতা পার্টি বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

- Advertisements -

মহান মে দিবস উপলক্ষে আজ ৩ মে জাতীয় প্রেসক্লাবে জনতা পার্টি বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায়, বিশিষ্ট বুদ্ধিজীবী বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, রাজনৈতিক দলগুলোর সক্রিয় তৎপরতা ছাড়া শ্রমিকের ভাগ্যোউন্নয়ন সম্ভব নয়। শ্রমিকের বিষয়ে রাজনৈতিক দলগুলো খোঁজ খবর রাখতে হবে। ট্রেড ইউনিয়নগুলো সরকার এবং মালিক দ্বারা প্রভাবিত। তিনি দুঃখ করে বলেছেন, রাজনৈতিক দলগুলো আর রাজনীতিতে নাই। হারিয়ে ফেলেছে রাজনীতি। সে কারনেই শ্রমিকদের স্বার্থের কথা কেউ ভাবছে না।

অনুষ্ঠানের শুরুতে জেপিবি’র মহাসচিব শওকত মাহমুদ দলের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের লিখিত একটি বক্তব্য পড়ে শোনান। লিখিত বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, আমি বিশেষ প্রয়োজন ও শারীরিক চেক আপের জন্য বর্তমানে লন্ডন অবস্থান করছি। আজকের এই মহতি আয়োজনে উপস্থিত না থাকতে পেরে দুঃখ প্রকাশ করছি। প্রথমে আমি দেশবাসীকে জানাই মহান মে দিবসের শুভেচ্ছা। শ্রমিকের অধিকার আদায়ে (বিশেষ করে পরিবহন শ্রমিকদের) আমি আগেও যেমন আমার নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাধ্যমে সোচ্চার ছিলাম। তেমনি আজ রাজনৈতিক দল প্রতিষ্ঠার মাধ্যমে আমি দেশের সকল শ্রেনী-পেশার শ্রমিকের অধিকার আদায়ে তাঁদের পাশে থাকার অঙ্গীকার করছি।

সভায় সভাপতির ভাষনে পার্টির নির্বাহী চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন বলেছেন, আমাদের নেতা ইলিয়াস কাঞ্চন তাঁর প্রতিষ্ঠিত নিরাপদ সড়ক চাই আন্দোলনের ৩২ বছরের সংগ্রামের অভিজ্ঞতার আলোকে আজ রাজনীতির মাঠে এসেছেন। আমরা তাঁর নেতৃত্বে শ্রমিকের ন্যায্য পাওনা এবং অধিকার আদায়ে মাঠে-ময়দানে লড়াই চালিয়ে যাবো। আমরা মনে করি শ্রমিকের ন্যায্য পাওনা এবং অধিকার না দিলে বাংলাদেশ এগোবে না। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা যে রাজনৈতিক যাত্রা শুরু করেছি সমাজে-দেশে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের অধিকার আদায়ে লড়াই-সংগ্রাম চালিয়ে যাবো।

সাবেক এমপি বিশিষ্ট শ্রমিক নেতা দলের উপদেষ্টা শাহ মো: আবু জাফর প্রধান বক্তার ভাষনে উল্লেখ করেন, এতো আন্দোলন বিপ্লবের পরও শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। তাদের কোন ইউনিয়ন করার অধিকার নেই। তাঁদের অধিকার আদায়ে সবাইকে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে। শ্রমিক নেতৃত্বে দীর্ঘ অভিজ্ঞতায় আমি জেপিবির মাধ্যমে সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এককাতারে থেকে কাজ করে যাবো।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ। তিনি বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে মহান মে দিবসে জেপিবির লক্ষ্য হচ্ছে ন্যায্যতার বাংলাদেশ গড়ে তোলা। তিনি বলেন, আমরা নতুন বাংলাদেশকে গড়ে তুলতে চাই অভূতপূর্ব কর্মযজ্ঞে। এ জন্য শুধু চাই ঈমানি অঙ্গীকার ও পরিকল্পনা। অন্যান্য দলের তুলনায় আমাদের পার্থক্য হবে নিখাদ দেশপ্রেম, চিন্তা-চেতনায় স্বচ্ছতা ও সাহসিকতা, দলের ভেতরে-বাইরে গণতন্ত্রের অব্যাহত চর্চা, উচ্চারণে-কর্মে-জনসেবায় অভিন্ন লক্ষ্যাভিসারী হওয়া।সত্যিকার অর্থে দেখতে চাই ইনসাফ সমৃদ্ধ দৃঢ় সার্বভৈৗমত্বে বলীয়ান নতুন শক্তি হিসেবে এক নিরাপদ বাংলাদেশকে।

আলোচনাসভায় আরো বক্তব্য রেখেছেন বিশিষ্ট সাংবাদিক ও শ্রম বিষয়ক বিশেষজ্ঞ কাজী আবদুল হান্নান, দলের উপদেষ্টা ও ফরহাত হোসেন মাহবুব, উপদেষ্টা মেজর (অবঃ) মুজিব, ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ, ভাইস চেয়ারম্যান নির্মল চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান সিনিয়র এডভকেট ওয়ালিউর রহমান, ভাইস চেয়ারম্যান সৈয়দ আজিজুল নাহার, সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব এডভকেট রাজা জাকির হোসেন, যুগ্ম মহাসচিব নাজমুল আহসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেপিবি’র সমন্বয়ক নুরুল কাদের সোহেল।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন