জাতীয় পার্টির সিনিয়র কো: চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সামগ্রিক ভাবে দেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। সাধারণ জনগণ ন্যায্য বিচার পাচ্ছে না, নিরাপত্তা পাচ্ছে না। পাচ্ছে না স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি। উত্তরায় যুদ্ধবিমান দুর্ঘটনায় দেশের মানুষ হতবাক হয়েছে। অসংখ্য কোমলমতি শিক্ষার্থীর প্রাণ দিতে হয়েছে।এটি আমাদের ব্যর্থতার প্রতিচ্ছবি। এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে তাদের ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে, সরকারকে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আরো বলেন,এই দুর্ঘটনার মধ্যেই দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে হামলা, রাষ্ট্রের কাঠামোর উপর সরাসরি আঘাত। সব মিলিয়ে দেশের মানুষ দিশেহারা । এখন দেশের মানুষ শান্তি, গণতন্ত্র আর ন্যায় বিচার চায়।চায় স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি।
গতকাল বৃহস্পতিবার রাতে গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় ব্যারিস্টার আনিস আরো বলেন, সরকারের নীতি নির্ধারকরা আজ গোষ্ঠী কেন্দ্রিক দায়হীন। আমরা দেশের জনগণকে নতুন পথ দেখাতে চাই। জাতীয় পার্টি এখন শুধু বিরোধী শক্তি নয়। আমরা হয়ে উঠতে চাই জাতির বিকল্প নেতৃত্ব।
সভায় জাতীয় পার্টির কো: চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর, দেশের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। তারা দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায়। আমরা সকলকে নিয়ে একটি নতুন জাতীয় পার্টি গড়ে তুলব। যেখানে নতুন প্রজন্মের প্রত্যাশা ও স্বপ্নের বাস্তবায়ন থাকবে। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা দেশের মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ।
জাতীয় পার্টিকে আমরা নিয়ে যাবো তৃণমূলে। ফিরিয়ে দিব তৃণমূলের মর্যাদা।
হাওলাদার বলেন, জাতীয় পার্টি কারো একক সম্পত্তি নয়, এই পার্টি জনগণের আশা ও অধিকার রক্ষার আন্দোলনে রাজপথে থাকবে।
সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কো:চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব এডভোকেট মোঃ মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা,প্রেসিডিয়াম সদস্য- শফিকুল ইসলাম সেন্টু,এটিইউ তাজ রহমান,জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, লিয়াকত হোসেন খোকা, মাসরুর মওলা, মোঃ আরিফুর রহমান খান,চেয়ারম্যানের উপদেষ্টা সরদার শাহজাহান,যুগ্নু মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, মোঃ বেলাল হোসেন, দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান, প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, যুগ্ম সাংগঠনিক সুজন দে ওকেন্দ্রীয় সদস্য আব্দুস সাত্তার।