English

26.2 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬
- Advertisement -

ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুল’ দেখানো নিয়ে যা বললেন রুমিন ফারহানা

- Advertisements -

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের সঙ্গে তর্ক-বিতর্কের একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় শনিবার ভাইরাল হয়। সরাইল উপজেলার নোয়াগাঁওয়ে নির্বাচনি করায় বাঁধা দেনভ্রাম্যমাণ আদালত পরিচালনাকরী ম্যাজিস্ট্রেট। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তর্কে জড়িয়ে একপর্যায়ে ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন রুমিন ফারহানা।

বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখায়নি। আশুগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদকের দেখানোর বৃদ্ধাঙ্গুল কথা বলতে গিয়ে আমি এ রকম দেখায় বলেছি। সোমবার (১৯ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সংরক্ষিত আসনের সাবেক এ সংসদ সদস্য এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, আমার যদি অপরাধ হয়ে থাকে সাজা হতেই পারে। কিন্তু এক অপরাধের অভিযোগে আমাকে তিনবার সাজা দেওয়ার প্রক্রিয়া চলছে। আমি এমন প্রশাসনের অধীনে কিভাবে নির্বাচন করি, যারা অলরেডি ভায়াস্ট।

নির্বাচনের লেভেল প্লেংয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী শোকসভার নামে সমাবেশ করছে। স্টেজ করে মাইক দিয়ে সমাবেশ করছে। গরু জবাই করে খাওয়াচ্ছে। আমার বিরুদ্ধে অশালীন বক্তব্য রাখছেন; কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

রুমিন ফারহানা বলেন, আজ (সোমবার) সকালে আমি রিটার্নিং অফিসারের কাছে গিয়েছিলাম। জানতে চেয়েছিলাম কার বিরুদ্ধে কত টাকা জরিমানা করা হয়েছে; কিন্তু তিনি আমাকে দেড় ঘণ্টায়ও কোনো উত্তর দিতে পারেননি।

এদিকে এক চিঠিতে ২২ জানুয়ারি বেলা ১১টায় রুমিন ফারহানাকে হাজির হয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ব্যাখা দিতে বলেন। অন্যথায় তার অনুপস্থিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।

শোকজের চিঠি পেয়েছেন উল্লেখ করে রুমিন ফারহানা জানান, নির্ধারিত সময়েই আমার আইনজীবী শোকজের জবাব দিয়ে আসবেন। নির্বাচনের প্রচার শুরুর আগে রিটার্নিং অফিসার এমন চিঠি দিতে পারেন না উল্লেখ করে আচরণবিধি সংক্রান্ত তথ্য তুলে ধরেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7h81
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন