English

27.1 C
Dhaka
সোমবার, জুলাই ২৮, ২০২৫
- Advertisement -

যুক্তরাষ্ট্রের সাথে দেশবিরোধী গোপন চুক্তি করা চলবে না: বাংলাদেশ ন্যাপ

- Advertisements -

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দেশবিরোধী গোপন চুক্তি করা চলবে না বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ শীর্ষ নেতৃদ্বয় বলেছেন, ‘বর্তমান অন্তবর্তীকালীন সরকার জনগণের মতামতের তোয়াক্কা না করে জনগণকে অন্ধকারে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দেশবিরোধী গোপন চুক্তি করেছে, যা দেশবাসী কোনোভাবেই গ্রহণ করবে না, করতে পারে না। এই ক্রান্তিকালে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের মহানায়ক মওলানা ভাসানীর প্রদর্শিত পথই মুক্তির পথ।’

সোমবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

তারা বলেন, ‘২৪’এর জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণ ভেবেছিলো স্বৈরাচারি শেখ হাসিনা সরকারের সাথে করা বিভিন্ন দেশের সাথে করা গোপন চুক্তি জনগণের সামনে উন্মুক্ত হবে এবং তা বাতিল হবে। কিন্তু, তানা না করে বরং বর্তমান অন্তরবর্তী সরকার তা এখনো অব্যাহত রেখেছে। বরঞ্চ বর্তমানে অন্তর্র্বতীকালীন সরকার এখতিয়ার বহির্ভূতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি করেছে। সাম্রাজ্যবাদী শক্তির সাথে দেশের স্বার্থ বিরোধী কর্মকান্ড সম্পাদনের জন্য বাংলাদেশের জনগণ অন্তর্বতীকালীন সরকারকে ক্ষমতায় বসায়নি। বাংলাদেশ ন্যাপ মনে করে দেশবাসীর সমর্থন ছাড়া এই ধরণের তৎপরতার ক্ষেত্রে ভিন্ন কোন অসৎ-উদ্দেশ্য রয়েছে।’

নেতৃদ্বয় বলেন, ‘সরাকারের সাম্রাজ্যবাদী শক্তির তোষণনীতির কাারণে দেশ ভবিষ্যতে বাংলাদেশ সাম্রাজ্যবাদের যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। এ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে। দেশের জনগণকে এ ধরনের চক্রান্ত প্রতিরোধে শামিল হতে হবে। ’

ন্যাপ’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মওলানা ভাসানীর মাজার জিয়ারত

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সাংগঠনিক সম্পাদক মিতা রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল টাঙ্গাইলের সন্তোষে ন্যাপ’র প্রতিষ্ঠাতা, স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা, সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের মহানায়ক মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়াত করে শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় মজলুম জননেতা মাজারে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ কৃষি বিষয়ক সম্পাদক শফিকুল আলম শাহীন, উপ-প্রচার সম্পাদক রবিউল আওয়াল কনক, টাঙ্গাইর জেলা নেতা আবদুস সোবহান, আকিলুর রহমান, সানজিদা রহমান, আখলিমা বেগম-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় মিতা রহমান বলেন, ‘মওলানা ভাসানী ও বাংলাদেশ, কাউকে আলাদা করা যাবে না। একর অপরের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। যারা মওলানা ভাসানীকে অস্বীকার করতে চায় বরং তারা বাংলাদেশকেই অস্বীকার করতে চায়।’

তিনি বলেন, ‘দেশে অরাজকতা চলছে। চারদিকে চাঁদাবাজি আর লুট চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন উন্নয়ন ঘটছে না। আর সরকার নানা ধরণের দেশবিরোধী চুক্তি করে চলেছে। যার ফলশ্রুতিতে দেশ ধীরে ধীরে সাম্রাজ্যবাদের খপ্পরে পরে যাচ্ছে। এই মুহুর্তে মওলানা ভাসানীর সাম্রাজ্যবাদী সংগ্রাম আমাদের পথ দেখাবে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/texe
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন