জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন। ব্লাড প্রেসার ও হার্টবিট ভালো থাকলেও খুব বেশি সাড়া দিচ্ছেন না তিনি।
টানা ৭৫ দিন চিকিৎসাধীন থাকলেও তেমন কোনো উন্নতি হয়নি। রওশন এরশাদের জন্য আজ শুক্রবার সারা দেশে দোয়া মাহফিল আয়োজনের নির্দেশনা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। চিকিৎসকরা ইতিবাচক মতামত দিলে জাতীয় পার্টির চিফ প্যাট্রন রওশন এরশাদকে বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
জি এম কাদের দুই দিন আগে রওশন এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নিতে সিএমএইচে যান। সেখানে তিনি দীর্ঘ সময় অতিবাহিত করে হাসপাতালের কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসাসংক্রান্ত বিষয়ে খোঁজ-খবর নেন। এ ছাড়া রওশন এরশাদের ছেলে সাদ এরশাদ নিয়মিত তাঁর মাকে হাসপাতালে দেখভাল করছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/bj8s
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন