English

24 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
- Advertisement -

রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়: তাসনিম জারা

- Advertisements -

বরিশালে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ঘিরে যে ঘটনা ঘটেছে, তা ভীষণ উদ্বেগের বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

রোববার (৭ ডিসেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

তাসনিম জারা বলেন, ব্যারিস্টার ফুয়াদের রাজনৈতিক আদর্শের সঙ্গে আমার বা আপনার মিল নাও থাকতে পারে। তার দলের নীতি নিয়ে আপনার হাজারটা প্রশ্ন বা আপত্তি থাকতে পারে। কিন্তু একজন প্রার্থী যখন নিজের এলাকায় যান, তখন তাকে ঘিরে ‘চামড়া তুলে নেব’ বা ‘জুতা মারো’ স্লোগান দেওয়া কোনো সুস্থ গণতান্ত্রিক কালচার হতে পারে না।

এনসিপি নেত্রী আরও বলেন, রাজনীতিতে বিরোধিতা থাকবে, তর্ক হবে, আপনারা চাইলে তাকে ভোট দেবেন, না চাইলে দেবেন না। কিন্তু কাউকে শারীরিকভাবে হেনস্তা করা বা এমন অশালীন ভাষায় আক্রমণ করা গ্রহণযোগ্য কোনো আচরণ নয়।

শেষে ডা. জারা বলেন, রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়।

উল্লেখ্য, বরিশালের বাবুগঞ্জে নিজ নির্বাচনি এলাকায় রোববার (৭ ডিসেম্বর) মীরগঞ্জ সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে তোপের মুখে পড়েন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ ঘটনার জন্য বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দায়ী করেন তিনি।

রোববার (৭ ডিসেম্বর) সকালে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে নির্মীতব্য সেতুকেন্দ্রিক চাঁদা ও টেন্ডারবাজির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন ফুয়াদ। কয়েকটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এবি পার্টির নেতা বলেন, বহু কষ্ট করে এই সেতু প্রকল্প পাশ করিয়েছি। এখন যদি এখানে চাঁদাদাবি, টেন্ডারবাজির ঘটনা ঘটে তাহলে সেতুটি আর হবে না।

বক্তব্যে কোনো দলের নাম উল্লেখ না করলেও তাৎক্ষণিক ক্ষোভে ফেটে পড়েন সেখানে থাকা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ফুয়াদকে বক্তব্য প্রত্যাহারের জন্য নানা হুমকি দেওয়া হয়।

তবে এ অভিযোগ অস্বীকার করে- বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছে এবং বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে জানান উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিক আল আমিন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6d0z
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন