English

24 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬
- Advertisement -

‘রাজার ছেলে রাজা হবে, এই বস্তাপচা নিয়ম ভাঙতে হবে’

- Advertisements -

ফেনীতে নির্বাচনী জনসভায় জামাতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘রাজার ছেলে রাজা হবে। এই বস্তাপচা নিয়ম ভাঙতে হবে। যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে যাবে।’

শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী শহরের পাইলট স্কুল মাঠে আয়োজিত জনসভায় ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

এদিন ফেনীতে নির্বাচনী প্রচারণায় বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আধিপত্যবাদকে বেগম জিয়া কখনও প্রশ্রয় দেননি। তিনি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে এক লড়াকু সৈনিক। সে জায়গা থেকে আমরা তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই।’

বেকার যুবকের উদ্দেশে তিনি বলেন, ‘যুবকদের বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না। কর্মীর হাতে পরিণত করব। ফেনী নদীর পানি নিয়ে কথা বলেছে আবরার ফাহাদ। সেজন্য তাকে জীবন দিতে হয়েছে।’

মেডিকেল কলেজ নির্মাণের আশ্বাস দিয়ে জামায়াত আমির বলেন, ‘আমরা ঘোষণা দিচ্ছি ১৮ কোটি মানুষের দেশ বাংলাদেশের কোনো জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না এবং এটি হবে সরকারি মেডিকেল কলেজ। আল্লাহ যদি দেশবাসীর সেবা করার তৌফিক আমাদেরকে দেন, ইনশাআল্লাহ ফেনী তার পাওনা পেয়ে গর্বিত হবে।’

ফেনীবাসীকে আশ্বস্ত করে জামায়াত আমির বলেন, ‘এখানে যে বাঁধটির কারণে আপনাদের দুঃখ, সে বাঁধ এখনও নির্মাণ হয়নি। আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করে এর সমাধান খুঁজে বের করব ইনশাআল্লাহ। কারণ, আমার দেশ রক্ষা করার অধিকার আমার। এই দায়িত্ব আমাকে নিতেই হবে। এই দায়িত্ব অগ্রাহ্য করে আমরা চলতে পারব না।’

তিনি বলেন, ‘ফেনীতে মানসম্মত কোনো স্টেডিয়াম নেই। বাংলাদেশের অর্থনীতিতে ফেনীর বিশেষ অবদান আছে। এই জেলার বিপুলসংখ্যক মানুষ দেশের বাইরে থাকেন। ফেনীবাসীকে তাদের পাওনা দেবই, ইনশাআল্লাহ। ফেনী স্টেডিয়ামকে মানসম্মত ও আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে নির্মাণ করা হবে ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘প্রথম ভোট হবে হ্যাঁ। হ্যাঁ মানে আজাদি, দ্বিতীয় ভোট সত্য ন্যায়ের পক্ষে। রাজার ছেলে রাজা হবে। এই বস্তাপচা নিয়ম ভাঙতে হবে। যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে যাবে। একটি দল শীতকালে চৈত্র মাসের মত মাথা গরম করছে। মাথা ঠান্ডা করেন, শহীদ যোদ্ধাদের সম্মান করুন। মা বোনদের সম্মান করুন।’

এদিন ফেনীর জনসভা শেষে ডা. শফিকুর রহমান বেলা সাড়ে ৩টায় লক্ষ্মীপুর, সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লার লাকসাম এবং সাড়ে ৭টায় কুমিল্লা মহানগরীতে নির্বাচনি জনসভায় অংশ নেবেন। তিনি রাতে কুমিল্লায় অবস্থান করবেন।

পরদিন শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভা, এরপর দুপুর ১২টায় নিমসার ও দুপুর ২টায় দাউদকান্দিতে পথসভা শেষে ঢাকায় ফিরবেন তিনি। বিকেল সাড়ে ৪টায় ঢাকা-১১ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-১০ আসনের নির্বাচনি জনসভায় অংশ নেবেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/t7lj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন