তাহলে কারো এই পরিণতি হবে না।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে শহরের ২নং রেলগেট এলাকায় পুলিশের গুলিতে নিহত শাওন চত্বর নির্মাণ নিয়ে যুবদল নেতাকর্মীদের সঙ্গে স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মশিউর রহমান রনি বলেন, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি দেশের মানুষের জন্য কাজ করতে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য সন্তান তারেক রহমান বিএনপিকে এমনভাবে মানুষের সঙ্গে মিশে যাওয়ার কথা বলেছেন। যেন এই দলটি তৈরি হয়েছে শুধু সাধারণ মানুষের জন্য।
এই ধারাবাহিকতায় আমরাও সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ আমাকে নির্দেশ দিয়েছেন এখানে শাওনের স্মৃতিতে কোনো প্রতিকৃতি করা যায় কিনা।