English

27 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫
- Advertisement -

শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: দুলু

- Advertisements -

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। রুশ-ভারতের দালালরা তাকে গ্রেফতার করে রেখেছিল, ৭ নভেম্বর সিপাহ জনতা আন্দোলনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জেল থেকে মুক্ত করে এনেছিল। সে দিন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র-সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। নইলে সেদিন বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতো।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোর জেলা বিএনপি আয়োজিত উপশহর মাঠে র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দুলু বলেন, মুক্ত জিয়াউর রহমান এদেশে বহু দলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। দেশ এগিয়ে যাচ্ছিল, মাঝখানে আধিপত্যবাদের দোসররা ১৬/১৭ বছর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আবারও বিপন্ন করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ৩১ দফার মাধ্যমেই দেশ পরিচালনা করা হবে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে আবারও পরিচিতি লাভ করবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান সহ সকল ধর্মের মানুষকে নিয়ে যে বাংলাদেশি জাতীয়তাবাদ জন্ম দিয়েছিলেন, তার জন্যই আজ আমরা রাজনীতি করতে পারছি। ভাত ভোটের অধিকার ফিরে পেয়েছি।

জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, দুলুর সহধর্মীনি সাবিনা ইয়াসমিন ছবি, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন প্রমুখ।

বক্তব্য শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপশহর মাঠে গিয়ে শেষ হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/l9so
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন