বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ছাত্রদলের উদ্দেশে বলেছেন, বর্তমান প্রজন্মের সেন্টিমেন্টকে ধারণ করে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্ব দিতে হবে। ছাত্রের বন্ধু ছাত্র, আর ছাত্রীদের বান্ধবীও ছাত্রী হতে হবে। এর বাইরে কেউ নেতৃত্বে এলে প্রজন্ম তা গ্রহণ করবে না।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের দত্তপাড়া ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ছাত্রদলকে উদ্দেশ্য করে এ্যানি বলেন, ‘এই জেনারেশনের সেন্টিমেন্টকে ধারণ করে আপনাদেরকে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্ব দিতে হবে। তাদের মনের কথাগুলোকে ধারণ করে তাদের বক্তব্য-কথাগুলোকে সমীহ করে সেই সম্মানের জায়গা থেকে আপনি ছাত্র সংগঠন করেন। যারা কলেজের ছাত্র ভবিষ্যতে তাদের থেকেই ছাত্র নেতৃত্ব আসবে। জোর করে চাপিয়ে দেওয়া নেতৃত্ব ছাত্ররাজনীতিকে ধ্বংস করবে।’
তিনি আরও বলেন, নেতৃত্ব গঠনে সময়ের দাবি ও শিক্ষার্থীদের চিন্তা-চেতনাকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীরা সমাজ থেকে বিচ্ছিন্ন কেউ নয়; যুগের পরিবর্তন ও গুণগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে নতুন নেতৃত্ব গড়ে উঠুক—এটাই তাদের প্রত্যাশা। এ সময় শিক্ষার্থীদের জিয়াউর রহমান, তারেক রহমান ও খালেদা জিয়ার দেশপ্রেম সম্পর্কে জানতেও উদ্বুদ্ধ করেন বিএনপির এই নেতা।
দত্তপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক এম ইউসুফ ভূঁইয়া প্রমুখ।
পরে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতনের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করা যুবদল কর্মী চুট্টোর বাড়িতে যান। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসার দায়িত্ব গ্রহণ, ঘর নির্মাণের আশ্বাস এবং পরিবারের খোঁজখবর নেন।