English

23 C
Dhaka
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
- Advertisement -

শেখ হাসিনার কতবার ফাঁসি হবে তা কেউ বলতে পারবে না: আমান

- Advertisements -

বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান বলেছেন, মানুষকে হত্যার দায়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার কতবার ফাঁসি হবে তা কেউ বলতে পারবে না।

বুধবার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন। আমান উল্লাহ আমান আরো বলেন, ছাত্র-জনতা হত্যা মামলায় অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল। বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ড ও হেফাজতের সমাবেশে মানুষ হত্যাসহ বিভিন্ন হত্যার দায়ে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার আরো অনেকবার ফাঁসি হবে।

নির্বাচন সময় মতো অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, এ নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। একটি মহল ভারত থেকে বাংলাদেশে জ্বালাও-পোড়াও করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে শোভাপুরসহ নির্মাণাধীন বিভিন্ন রাস্তার কাজ পরিদর্শন করেন। এ সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qzwp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন