English

23 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
- Advertisement -

সম্প্রীতি বজায় রেখে নির্বাচনি প্রচারণা পরিচালনা করুন: শামা ওবায়েদ

- Advertisements -

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পারস্পরিক সৌহার্দ্য, শান্তি ও সম্প্রীতি বজায় রেখে নির্বাচনি প্রচারণা পরিচালনার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-২ আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, ‌‌‌শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় বিশ্বাস করতেন, ভিন্নমত থাকা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সৌহার্দ্যের ভিত্তিতেই রাজনীতির চর্চা হওয়া উচিত।

বিএনপি তার জন্মলগ্ন থেকেই এই আদর্শকে ধারণ করে আসছে। ইসলামি মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক, এমন কোনো নীতিমালা বা কর্মকাণ্ডের সঙ্গে বিএনপি কখনো আপস করেনি, ভবিষ্যতেও করবে না। এটাই আমাদের রাজনৈতিক অবস্থান ও বিশ্বাস।

শামা ওবায়েদ বলেন, প্রায় ১৮ বছর ধরে দমন-পীড়ন, অত্যাচার ও নির্যাতন হলেও আমরা কখনো গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের ওপর থেকে বিশ্বাস হারাইনি। সেই বিশ্বাস থেকেই ৫ আগস্ট পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারে অংশগ্রহণ থেকেও বিএনপি বিরত থেকেছে। কারণ, বিএনপি ক্ষমতার রাজনীতিতে নয়, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে।

শামা ওবায়েদ আরও বলেন, ‘আমার রাজনৈতিক জীবন ও মূল্যবোধ গঠনের পেছনে আমার বাবা কে এম ওবায়দুর রহমান-এর আদর্শ ও কর্মধারা বিশেষভাবে প্রভাব ফেলেছে। তিনি দলমত নির্বিশেষে নগরকান্দা ও সালথার মানুষকে নিজের ঘরের মানুষ, নিজের আপনজন হিসেবে দেখতেন। কারো বিপদ-আপদে তিনি আগে মানুষকে দেখতেন, পরে দল বা পরিচয়। আজও এই অঞ্চলের অসংখ্য মানুষ তার সেই মানবিকতা ও দায়িত্বশীল নেতৃত্ব স্মরণ করেন।’

দীর্ঘ ১৮ বছর পর আবার জনগণের ভোটাধিকার প্রয়োগের গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই ঐতিহাসিক সময়ে দলমত নির্বিশেষে সবার প্রতি আমার আন্তরিক আহ্বান— আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পারস্পরিক সৌহার্দ্য, শান্তি ও সম্প্রীতি বজায় রেখে নির্বাচনি প্রচারণা পরিচালনা করুন।’

শামা ওবায়েদ আরও আহ্বান জানান, ‘আসুন, আমরা সবাই মিলে ভয় নয়, বিশ্বাসের রাজনীতি; সহিংসতা নয়, সহনশীলতার রাজনীতি এবং ক্ষমতার নয়, জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করি।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uvo8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন