English

29.6 C
Dhaka
শনিবার, আগস্ট ২৩, ২০২৫
- Advertisement -

সারজিসের শোডাউন নিয়ে পিনাকীর স্ট্যাটাস

- Advertisements -

রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার ছেলে এবং জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সম্প্রতি এক ব্যাপক শোডাউন দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। তার এই গাড়ির শোডাউন নিয়ে রাজনীতিকদের মধ্যে চলছে তীব্র আলোচনা। এমন পরিস্থিতিতে তার দলের সদস্যরাও প্রশ্ন তুলছেন এমন কর্মকাণ্ড নিয়ে।

এবার, সারজিস আলমের শোডাউন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশী লেখক, চিকিৎসক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘রাজনীতিতে শো অফ গুরুত্বপূর্ণ। আপনি কী শো অফ করবেন সেটা দিয়ে আপনার ইমেজ তৈরি হয়, আপনি আসলে কাকে রিপ্রেজেন্ট করছেন রাজনীতিতে?’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ৯৫% মানুষের প্রাইভেট গাড়ি নেই। আমি যদি রাজনীতিতে গাড়ি শো অফ করি, তাহলে আমি সেই ৫% মানুষের প্রতিনিধি, যাদের কাছে গাড়ি আছে।’

পিনাকি আরও লিখেছেন, ‘আমি যদি সত্যিকারের দরিদ্র মানুষের রাজনীতি করতে চাই, তাহলে সেলিব্রেট করতে হবে তৃণমূলের জীবন। যেমন বিপ্লবে গাড়িতে চড়া লোকেরা রাস্তায় প্রতিরোধ করেনি, তবে লড়াইকে স্যালুট করেছেন এক রিক্সাওয়ালা, রিক্সায় দাঁড়িয়ে স্যালুট করেছিলেন। সারা দেশ তখন সেই দৃশ্য দেখে আপ্লুত হয়েছিল।’

স্ট্যাটাসের শেষ অংশে পিনাকি নিজের মতামত তুলে ধরে লিখেছেন, ‘আমি যদি সারজিসের জায়গায় থাকতাম, তবে ওই রিক্সাওয়ালাকে নিয়ে শোডাউন করতাম, তাকে রিক্সায় দাঁড়িয়ে স্যালুট দেওয়ার পর, আমি নিজে রিক্সাটা চালাতাম। আহা, কি কাব্যিক মহাপ্রবেশ হত!’

এভাবে পিনাকি তার স্ট্যাটাসে সারজিসের শোডাউনের মূল উদ্দেশ্য এবং রাজনৈতিক শো অফের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/09n8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন