English

21 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
- Advertisement -

সিলেটের তিন জেলায় বক্তব্য রাখবেন তারেক রহমান

- Advertisements -

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের চূড়ান্ত সূচি নির্ধারণ করা হয়েছে। নির্বাচনি প্রচারণা শুরুর প্রথম কর্মসূচি হিসেবে ২১ জানুয়ারি রাতে সিলেটে পৌঁছবেন তিনি।

২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করবেন তারেক রহমান।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মাজার জিয়ারতের পর তারেক রহমান সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে পৃথক তিনটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সিলেটের জনসভায় সুনামগঞ্জ জেলার নেতাকর্মীরাও অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপি নেতারা জানান, হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমেই দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনি প্রচারণা শুরু করতেন। এবারও সেই রাজনৈতিক ঐতিহ্য ও ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে। তফশিল অনুযায়ী ২১ জানুয়ারি নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরু হবে।

দলীয় সূত্র বলছে, বিএনপির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ার পর ঢাকার বাইরে এটিই তারেক রহমানের প্রথম সফর। এ সফরের মধ্য দিয়েই তিনি নির্বাচনি প্রচারকাজের সূচনা করবেন।

সূচি অনুযায়ী, ২২ জানুয়ারি সকালে দুই মাজার জিয়ারতের পর বেলা ১১টায় সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে তিনি বৃহৎ নির্বাচনি জনসভায় যোগ দেবেন। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থী এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেবেন।

জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে। এসব সভায় তিনি সংশ্লিষ্ট জেলার বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচিত করিয়ে দেবেন।

তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেটজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো ইতোমধ্যে প্রস্তুতিমূলক কর্মসূচি হাতে নিয়েছে। দলীয় নেতারা জানান, সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম ঘটানোর লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার বিকাল ৩টায় নগরের লামাবাজার এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/06d3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন