English

34 C
Dhaka
শনিবার, এপ্রিল ২০, ২০২৪
- Advertisement -

হরতালের সমর্থনে রাজধানীর পল্টনে বিক্ষোভ মিছিল

- Advertisements -

হরতালের সমর্থনে রাজধানীর পল্টনে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেছে বাম গণতান্ত্রিক জোটের শরিক দলগুলোর নেতাকর্মীরা।

সোমবার (২৮ মার্চ) সকাল ৬টার দিকে মিছিলটি পল্টন মোড় থেকে বের হয়। এরপর প্রেস ক্লাব, গুলিস্তান, বিজয়নগর মোড় প্রদক্ষিণ করে পল্টন মোড়ে এসে শেষ হয়।

এছাড়া হরতালের সমর্থনে পল্টন মোড়ে অবস্থান নিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী ও ভাসানী অনুসারী পরিষদ। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। গুলিস্তান-মতিঝিলগামী গাড়ি কদম ফোয়ারা, আরামবাগ দিয়ে চলছে।তবে হরতালে রাজধানীর অন্যান্য এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

চাল, ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপণ্যের ঊর্ধগতির প্রতিবাদে এবং পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়ানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের এই অর্ধদিবস হরতাল চলছে।

এদিকে, নিরাপত্তার জন্য রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের দেখা গেছে।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গণমাধ্যমকে বলেন, শান্তিপূর্ণ হরতাল চলছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতালে সমর্থন দিয়েছে।

কেউ কোনো ধরনের উসকানি না দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে গত ১১ মার্চ সকালে পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন