English

27.7 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
- Advertisement -

হাসিনাকে টেনেহিঁচড়ে নামিয়েছি আবার বাংলাদেশে হাসিনাগিরি দেখার জন্য না : জাহেদ উর রহমান

- Advertisements -

রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আমরা শেখ হাসিনাকে টেনেহিঁচড়ে নামিয়েছি এবং খেয়ে দিয়েছি, বাংলাদেশে হাসিনাগিরি হবে আবার, এটা দেখার জন্য নয়। এটা দেখার চেয়ে মর্মান্তিক কিছু হতে পারে না।’

মঙ্গলবার (৯ আগস্ট) তার  ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ‘জাহেদস টেইক’-এ প্রকাশিত এক ভিডিওতে এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘রাজনীতি ভালো না লাগলেও তার রাজনীতিটাকে সে যতক্ষণ পর্যন্ত সংবিধান ও আইনের প্যারামিটারের বাইরে যাবে না, ততক্ষণ পর্যন্ত সেটা মেনে নিতে হবে। আবু আলম শহীদ খানের ওপর যা হচ্ছে, আমি এটাকে হাসিনাগিরি বলছি। আমি হাসিনাগিরি শব্দটা বলছিলাম, হাসিনার মতো আচরণ, হাসিনার সময় ঠিক একই রকম কাজ হতো।’

ভিডিওর শেষে ডা. জাহেদ বলেন, “কিছুদিন আগে ‘মঞ্চ ৭১’ নামে একটা সংগঠনের ওখানে যা ঘটেছে, সেখানে মঞ্জুরুল আলম পান্না যেভাবে কথা বলছিলেন, আমি মনে করি উনি আওয়ামী লীগের হয়ে প্রপাগান্ডায় নেমেছেন এবং অনেক ক্ষেত্রেই এক্সিজারেশন ছিল। তার সেই বক্তব্যের মধ্যে খুবই ভালো, খুবই উদ্ভট এক্সিজারেশন, উদ্ভট অ্যানালাইসিস ছিল।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/z64o
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন