English

28.2 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫
- Advertisement -

১ মাস না যেতেই বদলে গেল রফিকুল আমীনের দলের নাম

- Advertisements -

আত্মপ্রকাশের ১ মাস পার হওয়ার আগেই বদলে গেল ডেসটিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম। ‘বাংলাদেশ আ-আমজনতা পার্টি’ থেকে দলটির নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’ করা হয়েছে। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির আহ্বায়ক রফিকুল আমীন।

আমজনগণ পার্টির আহ্বায়ক বলেন, ‘আমি জেলে থাকা অবস্থাতেই ২০২২ সালে আমজনতা পার্টি করার পরিকল্পনা করেছি, নামও সেই সময় ঠিক করেছি, নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠাও করেছি।‌’

তিনি বলেন, ‘পরে যখন দেখলাম ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত এরকম একটা গ্রুপ একই নামে দল করেছে, তাদের দলের নাম আমজনতার দল। সেই দলের নেতা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমাকে তারা বিষয়টি খুলে বলেছেন। আমি তাদের কথা বুঝতে পেরে, তাদের প্রতি সম্মান দেখিয়ে আমার দলের নাম পরিবর্তন করে নিয়েছি। মূলত তাদের প্রতি সম্মান দেখিয়ে আমার দলের নাম পরিবর্তন করে বাংলাদেশ আমজনগণ পার্টি নামকরণ করেছি।’

রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য জানিয়ে রফিকুল আমীন বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা করা, অবিচার নির্মূল করার লক্ষ্যে আমি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছি। আমি মজলুমের পাশে দাঁড়াতে চাই।’

উল্লেখ্য, চলতি বছরের ১৭ এপ্রিল আত্মপ্রকাশ করেছিল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন