প্রায় ২১ বছর পর শ্বশুরবাড়িতে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটের দিকে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে শ্বশুরবাড়িতে পৌঁছান তিনি।
রাত দেড়টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, তারেক রহমান সেখানে শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে সেখানে তিনি খাবার খান।
তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী জোবায়দা রহমান। এর আগে তিনি হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন।
এদিকে, দীর্ঘদিন পর জামাইয়ের আগমন উপলক্ষে শ্বশুরবাড়ি বাড়িতে দোয়া ও আপ্যায়নের আয়োজন করা হয়েছে। রান্না করা হয়েছে ৪০ হাঁড়ি আখনি। দোয়া শেষে রান্না করা ৪০ হাড়ি আখনি বিতরণ করা হয় প্রায় ১২ হাজার মানুষের মধ্যে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার জন্য বুধবার রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে সপরিবারে অবতরণ করেন তারেক রহমান। পরে সেখান থেকে সরাসরি বাসে করে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি।
এরপর বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হজরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেন বিএনপির এই শীর্ষ নেতা। আজ সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় যোগ দিবেন তিনি।